কোহলি ১৬, কোহলিরা ১৩৫ অল আউট, শোচনীয় ব্যাটিং ওঝাদের
সামনেই বড় পরীক্ষা। আর তাই নিজেকে আরও ঝালিয়ে নিতে নেমে পড়েছেন ভারতীয় এ দলের হয়ে খেলতে। কিন্তু অস্ট্রেলিয়ার দ্বিতীয় সারির দল বা অসি এ দলের বিরুদ্ধে প্রস্তুতিটা ভাল হল না ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলির। চেন্নাইয়ে অসি এ দলের বিরুদ্ধে চারদিনের ম্যাচের প্রথম ইনিংসে কোহলি করলেন ১৬ রান। খেললেন ৪২টা বল। একটা ওভার বাউন্ডারি, ও একটা বাউন্ডারি হাঁকিয়ে খারাপ খেলছিলেন না। কিন্তু অসি বাঁহাতি স্পিনার অস্টিন অগারের বলে এলবি হয়ে যান।
ওয়েব ডেস্ক: সামনেই বড় পরীক্ষা। আর তাই নিজেকে আরও ঝালিয়ে নিতে নেমে পড়েছেন ভারতীয় এ দলের হয়ে খেলতে। কিন্তু অস্ট্রেলিয়ার দ্বিতীয় সারির দল বা অসি এ দলের বিরুদ্ধে প্রস্তুতিটা ভাল হল না ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলির। চেন্নাইয়ে অসি এ দলের বিরুদ্ধে চারদিনের ম্যাচের প্রথম ইনিংসে কোহলি করলেন ১৬ রান। খেললেন ৪২টা বল। একটা ওভার বাউন্ডারি, ও একটা বাউন্ডারি হাঁকিয়ে খারাপ খেলছিলেন না। কিন্তু অসি বাঁহাতি স্পিনার অস্টিন অগারের বলে এলবি হয়ে যান।
কোহলিকেও সঙ্গে পেয়েও ভারতীয় এ দলের ব্যাটিং চাঙ্গা হল না। মাত্র ১৩৫ রানে অলআউট হয়ে গেল ভারতীয় এ দল। খুব ধীরগতিতে খেলতে থাকেন ভারতীয় ব্যাটসম্যানরা। একটা সময় রান রেট ছিল ১.১। নমন ওঝা একটা সময় ৭৩ বলে ৩ রান করে ব্যাটিং করছিলেন। শেষ পর্যন্ত উইকেটকিপার ওঝা ১০ রান করেন ৮৪ বলে। ব্যর্থ চেতেশ্বর পূজারাও (১১)। তবে বাকিদের ব্যর্থতার মাঝে সফল শুধু করুন নায়ার (৫০)।
ভারতীয় বংশোদ্ভূত অসি পেসার গুরুন্দির সিং নেন ৩টি উইকেট।