'ম্যাচ ফিট', মুম্বইয়ের বিরুদ্ধেই মাঠে নামবেন কোহলি
বহু অপেক্ষার অবসান! আইপিএল দশে রয়্যাল চ্যালেঞ্জার্সের অধিনায়ক বিরাট কোহলি অবশেষে দলে ফিরছেন। বেঙ্গালুরুর আগামী ম্যাচেই মাঠে নামবেন বিরাট। রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেই আইপিএল দশে নিজের 'যাত্রা' শুরু করবেন 'রান মেশিন'। শুক্রবার বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ। ওই ম্যাচে দলের অধিনায়কত্ব করবেন বিরাট কোহলি। "ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি তাঁর ডান কাঁধের চোট সারিয়ে এখন পুরোপুরি ফিট। আইপিলে অংশগ্রহণ করতে তাঁর আর কোনও বাধা রইল না", বিরাটের ফিটনেস নিয়ে এমন 'সার্টিফিকেট'ই দিয়েছে ভারতের সর্ব নিয়ামক ক্রিকেট সংস্থা বিসিসিআই।
ওয়েব ডেস্ক: বহু অপেক্ষার অবসান! আইপিএল দশে রয়্যাল চ্যালেঞ্জার্সের অধিনায়ক বিরাট কোহলি অবশেষে দলে ফিরছেন। বেঙ্গালুরুর আগামী ম্যাচেই মাঠে নামবেন বিরাট। রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেই আইপিএল দশে নিজের 'যাত্রা' শুরু করবেন 'রান মেশিন'। শুক্রবার বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ। ওই ম্যাচে দলের অধিনায়কত্ব করবেন বিরাট কোহলি। "ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি তাঁর ডান কাঁধের চোট সারিয়ে এখন পুরোপুরি ফিট। আইপিলে অংশগ্রহণ করতে তাঁর আর কোনও বাধা রইল না", বিরাটের ফিটনেস নিয়ে এমন 'সার্টিফিকেট'ই দিয়েছে ভারতের সর্ব নিয়ামক ক্রিকেট সংস্থা বিসিসিআই।
FAN ALERT - India Cricket Team and @RCBTweets captain @imVkohli declared match fit #RCB #IPL pic.twitter.com/4II7AACRdv
— IndianPremierLeague (@IPL) April 13, 2017
গত সপ্তাহে বিরাট নিজেই জানিয়েছিলেন, "১২০ শতাংশ" ফিট না হয়ে তিনি আইপিএলে নামবেন না। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির কথা মাথায় রেখেই নিজের চোটকে পুরোপুরি 'নক আউট' করেই মাঠে ফিরতে চেয়েছিলেন বিরাট। আইপিল ২০১৭ শুরুর ১ সপ্তাহ পেরিয়ে অবশেষে 'ম্যাচ ফিট' বিরাট।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রাঁচি টেস্টে ফিল্ডিং করার সময় ডান কাঁধে চোট পেয়েছিলেন বিরাট। যার কারণে বর্ডার গাভাস্কর ট্রফির শেষ ম্যাচেও খেলতে পারেননি তিনি। চোট এতটাই গুরুতর ছিল যে আইপিএলের শুরুতেও মাঠের বাইরেই কাটিয়েছেন তিনি। এবার সমস্ত পরীক্ষায় পাশ করে ক্রিকেটে ফিরছে 'ক্রিকেট প্রাণ ছেলে' বিরাট।