KL Rahul: অবশেষে অভিমানে মুখ খুললেন আউট হয়ে বারবার ট্রোলিং হওয়া কে এল রাহুল

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কেএল রাহুলের বদলি ক্রিকেটারের নাম ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। দলে নেওয়া হল ঈশান কিশানকে। অর্থাৎ সুযোগ পেলেন না ঋদ্ধিমান সাহা। এদিকে নেটে বোলিং করতে গিয়ে চোট পেয়েছিলেন জয়দেব উনাদকাট। যদিও লখনউ-এর এই তারকা বোলারকেও ফাইনালের দলে রাখা হয়েছে। এই মুহূর্তে এনসিএ-তে রিহ্যাব করছেন উনাদকাট। 

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: May 17, 2023, 04:28 PM IST
KL Rahul: অবশেষে অভিমানে মুখ খুললেন আউট হয়ে বারবার ট্রোলিং হওয়া কে এল রাহুল
এভাবেই বারবার ব্যর্থ হয়ে মাঠ ছেড়েছেন কেএল রাহুল। ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আন্তর্জাতিক ক্রিকেট হোক কিংবা আইপিএল-এর (IPL) মঞ্চ, রান পেলেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোল হন কে এল রাহুল (KL Rahul)। বিভিন্ন মহল থেকে নিন্দার মুখে পড়েছেন। বর্ডার-গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy 2023) দুই টেস্টে মাত্র ৩৭ রান করার পর, বাদ গিয়েছিলেন টিম ইন্ডিয়ার (Team India) তারকা ব্যাটার। এরপর অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে একদিনের সিরিজে দলে ফিরলেও, তাঁর ব্যাটে রানের ফুলঝুরি দেখা যায়নি। এরপর এবারের আইপিএল-এ (IPL 2023) খেলতে নামলেও লখনউ সুপার জায়ান্টের (Lucknow Super Giants) অধিনায়ক মাত্র ৯টি ম্যাচ খেলেছিলেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Chellengers Bangalore) বিরুদ্ধে খেলার সময় চোট পেয়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন তিনি। সেটা নিয়েও নেটিজেনদের একাংশের নিন্দার মুখে পড়েছেন তিনি। এবার পুরো বিষয়টা নিয়ে মুখ খুললেন কেএল রাহুল (KL Rahul)।

একটি পডকাস্ট অনুষ্ঠানে কে এল রাহুল বলেন, "কিছু জিনিস আছে যা মাঝেমধ্যে আমাকে প্রভাবিত করে এবং শুধু আমাকে নয় বাকি অ্যাথলিটদের ক্ষেত্রেও এটা হয়। যখন তাদের সমর্থন দরকার তখন তারা পান না। বক্তব্য রাখার করার ক্ষমতা আছে বলে কিছু মানুষ মনে করেন তাঁরা যা খুশি তাই লিখতে পারবেন। তবে তাঁরা ভাবেন না, যাকে বলছেন সে কেমন মানসিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে।" 

লখনউয়ে তাঁর ব্যাটিং ফর্মের পাশাপাশি চর্চা হয় তাঁর অধিনায়কত্ব নিয়েও। দল হারলেই তিনি রোষের মুখে পড়েছেন। ট্রোল করা হয় তাঁকে। এবার একটি পডকাস্টে গিয়ে তিনি জানালেন এই নেগেটিভ জিনিসগুলোকে কীভাবে সামলান। 

আরও পড়ুন: Exclusive, Mohsin Khan: 'অখ্যাত' মহসিনের কাছে নাকি শামির থেকে বেশি রসদ আছে! চাঞ্চল্যকর দাবি করলেন ছোটবেলার কোচ

আরও পড়ুন: Gautam Gambhir, IPL 2023: মাঠে গম্ভীরকে এমন ভাবে দেখে হতবাক নেটপাড়া! ক্লিক করে ছবি দেখে নিন

২০২২ সালে তিন ফরম্যাটে তাঁর ব্যাট থেকে শতরান দেখা যায়নি। ফলে কে এল রাহুলকে সহ অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেটা তাঁর উপর প্রভাব ফেলেছিল। স্বীকার করে নিলেন। কে এল রাহুল যোগ করেন, "কেউ খারাপ খেলতে চায় না। এটাই আমাদের জীবন। আমরা এটাই ভালো করতে পারি। আমি ক্রিকেটের বাইরে আর কিছু জানি না, এই একটাই জিনিস যা আমি করতে পারি। কঠোর পরিশ্রম করে যেতে হবে, আমিও সেটাই করি। তবে ফল আমার পক্ষে যাচ্ছে না।" 

এদিকে তাঁর চোটের জন্য অনেকেই দাবি করেছিলেন যে, কে এল রাহুলের পক্ষে আসন্ন বিশ্বকাপে খেলা কঠিন হয়ে যাবে। যদিও সব জল্পনা নিজেই উড়িয়ে দিলেন তিনি। যদিও কে এল রাহুল বলেন। "সবাইকে ধন্যবাদ। অস্ত্রোপচার সবে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ঠিকঠাকভাবে অস্ত্রোপচার শেষ হওয়ার জন্য ডাক্তার ও মেডিক্যাল কর্মীদের ধন্যবাদ জানাই। আর একটু সুস্থ হলেই রিকোভারি শুরু করে দেব। খুব দ্রুত মাঠে ফেরার জন্য মুখিয়ে আছি।"  

গত ১ মে কে এল রাহুল আরসিবি-র বিরুদ্ধে ফিল্ডিং করতে গিয়ে চোট পান। বাউন্ডারি রুখে দেওয়ার জন্য রাহুল ছুটেছিলেন। তখনই তিনি পড়ে যান। মাঠেই যন্ত্রণায় ছটফট করেন তিনি। এরপর ফিজিওদের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন তিনি। রাহুল এরপর আর ফিল্ডিং করেননি। যদিও যন্ত্রণা নিয়েই তিনি ব্যাট করেছিলেন। যদিও ওপেন করেননি। করেছিলেন ১১ নম্বরে ব্যাট! রাহুলের পরিবর্তে এখন স্ট্যান্ড-ইন ক্যাপ্টেন ক্রুনাল পাণ্ডিয়া। অন্যদিকে বিশ্ব টেস্ট ফাইনালে তাঁর বদলি হিসেবে সুযোগ পেয়েছেন তরুণ উইকেটকিপার ঈশান কিশান। আগামী ৭ জুন ওভালে শুরু হবে বিশ্ব টেস্ট ফাইনাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে ভারতীয় দল। 

১৫ সদস্যের ভারতীয় দল:

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, শ্রীকর ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকট, ঈশান কিশান (উইকেটকিপার)। 

স্ট্যান্ডবাই: 

রুতুরাজ গায়কোয়াড়, মুকেশ কুমার, সূর্য কুমার যাদব ।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.