আজ সচিন আবেগে ডুবে ইডেন ভরাবে কলকাতা

বুধবার কলকাতায় সচিন আবেগে ভাসার দিন। নিজের ৪০ তম জন্মদিনে সচিন খেলবেন কলকাতায়। হ্যাঁ, বিশ্বজুড়ে সচিন আবেগের সব ঢেউ আছড়ে পড়বে কাল কলকাতায়। আইপিএলের ম্যাচে নাইট রাইডার্সের বিরুদ্ধে কাল মাঠে নামবেন সচিন তেন্ডুলকর। কাল কলকাতা সচিনের হতে চলেছে সন্দেহ নেই।

Updated By: Apr 23, 2013, 08:45 PM IST

বুধবার কলকাতায় সচিন আবেগে ভাসার দিন। নিজের ৪০ তম জন্মদিনে সচিন খেলবেন কলকাতায়। হ্যাঁ, বিশ্বজুড়ে সচিন আবেগের সব ঢেউ আছড়ে পড়বে কাল কলকাতায়। আইপিএলের ম্যাচে নাইট রাইডার্সের বিরুদ্ধে কাল মাঠে নামবেন সচিন তেন্ডুলকর। কাল কলকাতা সচিনের হতে চলেছে সন্দেহ নেই।
চেন্নাই সুপার কিংসের কাছে হারের শিক্ষাকেই মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে কাজে লাগাতে চায় নাইট রাইডার্স। সচিন-পন্টিং সমৃদ্ধ মুম্বই ইন্ডিয়ান্সকে সমীহ করলেও ঘরের মাঠে ম্যাচ জিততে মরিয়া নাইট অধিনায়ক গৌতম গম্ভীর। তবে গম্ভীরকে ভাবাচ্ছে ব্যাটিং লাইন আপ। দু-একজন ছাড়া কেউ ফর্মে নেই। তবে বোলিং ও ফিল্ডিং নিয়ে খুশি গম্ভীর। সচিন তেন্ডুলকর, রোহিত শর্মাদের আটকাতে কেকেআর অধিনায়কের ভরসা সুনীল নারিন। শুরুতেই নারিনকে এনে সচিনদের চাপে ফেলতে চায় নাইট রাইডার্স। 
দলে একটি পরিবর্তন হতে পারে । বিসলার প্রথম একাদশে ফেরার সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন দেবব্রত দাস। উল্টোদিকে ছটি ম্যাচের মধ্যে তিনটিতে হেরে চাপে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তবে সচিন তেন্ডুলকরের রানে ফেরাটা অনেকটাই স্বস্তিতে রেখেছে দলকে। সচিন তেন্ডুলকর এই প্রথম নিজের জন্মদিনে ইডেনে খেলবেন। সচিন জানিয়েছেন নিজের জন্মদিনে কেকেআরের বিরুদ্ধে জয় পেলে তিনি সবথেকে বেশি খুশি হবেন।
মুম্বই দলেও দুটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা। প্রজ্ঞান ওঝা ও মিচেল জনসনকে প্রথম একাদশে ফেরানো হতে পারে। দুই দল যখন মেগা ম্যাচের প্রস্তুতি নিচ্ছেন সেইসময় কলকাতার দর্শক সচিন-নারিন লড়াই দেখার অপেক্ষায় সময় গুনছেন। 
ম্যাচ শুরু রাত ৮টা

.