জয় দিয়ে আইপিএল শুরু করল কেকেআর, ইডেনে মুম্বই ইন্ডিয়ানসকে হারাল ৭ উইকেটে
আইপিএলের প্রথম ম্যাচেই জয় পেল কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেনসে মুম্বই ইন্ডিয়ানসকে ৭ উইকেটে হারাল কেকেআর। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৩ উইকেট খুইয়ে ১৬৮ রান করে মুম্বই ইন্ডিয়ানস। জবাবে ১৮.৩ ওভারে ৩ উইকেট খুইয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় কেকেআর।
ওয়েব ডেস্ক: আইপিএলের প্রথম ম্যাচেই জয় পেল কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেনসে মুম্বই ইন্ডিয়ানসকে ৭ উইকেটে হারাল কেকেআর। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৩ উইকেট খুইয়ে ১৬৮ রান করে মুম্বই ইন্ডিয়ানস। জবাবে ১৮.৩ ওভারে ৩ উইকেট খুইয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় কেকেআর।
ক্যাপ্টেন গম্ভীরের ৪৩ বলে ৫৭ রান, মনীশ পান্ডের ২৪ বলে ৪০ ও সূর্যকুমার যাদবের অপরাজিত ২০ বলে ৪৬ সহজ জয় এনে দেয় নাইটদের। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন সূর্যকুমার যাদব।
আগামী ১১ এপ্রিল ইডেনেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হচ্ছে কেকেআর।