মরগ্যানদের গালিগালাজ করে বিতর্কে খালিদ

বিতর্কে জড়ালেন মুম্বই এফ সি কোচ খালিদ জামিল। ইস্টবেঙ্গল কোচ ট্রেভর মরগ্যান আর গোলদাতা চিড্ডিকে গালিগালাজের অভিযোগ উঠল মুম্বই এফ সি কোচের বিরুদ্ধে। মুম্বই এফ সি কোচ পাল্টা অভিযোগ করেন যে,আয়োজকদের পরিকল্পনার অভাবে খেলা শুরু করার কিছুক্ষণ আগে মাঠে পৌঁছন তারা। তাদের হোটেলে সঠিক সময়ে বাস পৌঁছয়নি। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন ইস্টবেঙ্গল কর্তারা। তাদের দাবি চিড্ডিদের বিরুদ্ধে গালিগালাজের সত্যতা ঢাকতেই খালিদের এই অভিযোগ।

Updated By: Jan 13, 2013, 11:04 PM IST

বিতর্কে জড়ালেন মুম্বই এফ সি কোচ খালিদ জামিল। ইস্টবেঙ্গল কোচ ট্রেভর মরগ্যান আর গোলদাতা চিড্ডিকে গালিগালাজের অভিযোগ উঠল মুম্বই এফ সি কোচের বিরুদ্ধে। মুম্বই এফ সি কোচ পাল্টা অভিযোগ করেন যে,আয়োজকদের পরিকল্পনার অভাবে খেলা শুরু করার কিছুক্ষণ আগে মাঠে পৌঁছন তারা। তাদের হোটেলে সঠিক সময়ে বাস পৌঁছয়নি। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন ইস্টবেঙ্গল কর্তারা। তাদের দাবি চিড্ডিদের বিরুদ্ধে গালিগালাজের সত্যতা ঢাকতেই খালিদের এই অভিযোগ।
এদিকে ইস্টবেঙ্গলের জয়ের নায়ক লালরানডিকাকে নিয়ে উচ্ছ্বসিত কোচ মরগ্যান। ফেডারেশন কাপের সেমিফাইনালে পরিবর্ত হিসাবে নেমে চার্চিলের বিরুদ্ধে দুরন্ত গোল করে দলকে ফাইনালে পৌঁছে দিয়েছিলেন ডিকা। তার পর থেকেও নিয়মিত মরগ্যানের প্রথম একাদশে জায়গা পান না জাতীয় দলের এই মিডফিল্ডার। চোটের জন্য সঞ্জু আর খাবরা না থাকায় রবিবার মুম্বই এফ সি-র বিরুদ্ধে প্রথম একাদশে জায়গা পেয়েছিলেন ডিকা। সেই সুযোগ পুরোমাত্রায় কাজে লাগান তিনি। গোটা ম্যাচে দুরন্ত ফুটবল খেলেন প্রতিশ্রুতিমান এই স্ট্রাইকার। ডিকার সেটপিসগুলি ছিল এককথায় চোখধাঁধানো। দ্বিতীয়ার্ধে বাঁ পায়ের দুরন্ত শটে গোল করে দলের জয় নিশ্চিত করেন তিনি। গোল করে দলকে জেতাতে পেরে খুশি ডিকা। নিজের গোল বা ম্যাচ সেরার পুরস্কারের থেকেও দলের জয়কেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। 

.