এমনটা হলেই দেওয়া হোক '১২ রান'! অদ্ভুত নিয়ম চালুর দাবি জানালেন Kevin Pietersen

কেভিন পিটারসেন এক অদ্ভুত দাবি জানালেন। 

Updated By: Apr 28, 2021, 05:05 PM IST
এমনটা হলেই দেওয়া হোক '১২ রান'! অদ্ভুত নিয়ম চালুর দাবি জানালেন Kevin Pietersen

নিজস্ব প্রতিনিধি: কেভিন পিটারসেন (Kevin Pietersen) এক অদ্ভুত দাবি জানালেন। ইংল্যান্ডের প্রাক্তন কিংবদন্তি ব্যাটসম্যান চাইছেন টি-২০ ক্রিকেটে আনা হোক এক নতুন নিয়ম। কী সেই নিয়ম? ব্যাটসম্যানের ছক্কা যদি ১০০ মিটার পার করে যায়, তাহলে সেটা আর ৬ নয়, ১২ হিসাবে ধরা হোক। এত বড় ছয় মারার জন্য অতিরিক্ত ৬ রান তিনি পুরস্কার হিসেবে দিতে বলেছেন।

আরও পড়ুন: COVID-19 সঙ্কটে দেশে অক্সিজেনের হাহাকার! শান্তির বার্তা দিল SC East Bengal

পিটারসেন এই আর্জি তিনি রেখেছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ECB) ও ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি-র (ICC) কাছেও। আর এই নিয়মের নাম তিনি দিয়েছেন 'দ্য হান্ড্রেড' (The Hundred)। পিটারসেন টুইট করে লিখলেন, "আমি টি-২০ ক্রিকেটে একটা নতুন নিয়ম যোগ করতে চাই! যদি কোনও প্লেয়ারের মারা ৬, ১০০ মিটার পার করে যায় তাহলে আমি ১২ রান পুরস্কার চাই।" এই টুইটে তিনি আইসিসি ও ইসিবি-কে ট্যাগ করেছেন।

.