দৈত্যে বধ মারে, দৈত্য বধ ফেডেরারের
বিগ ফোর-এর আরও মহাতারকা পতন হল ইউএস ওপেনে। রাফায়েল নাদালের পর কিছুটা অপ্রত্যাশিতভাবে চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিলেন তিন বছর আগের চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে। কোয়ার্টার ফাইনালে ওঠার ম্যাচে মারে হারলেন দক্ষিণ আফ্রিকার দীর্ঘকায় খেলোয়াড় কেভিন অ্যান্ডারসনের বিরুদ্ধে। টানটান উত্তেজনার ম্যাচে সাড়ে ৬ ফুট উচ্চতার কেভিন ৭-৬, ৩-৬, ৭-৬, ৭-৬। যে তিনটে সেটে হারেন মারে, তিনটেরই ফয়সালা হয় টাইব্রেকারে। টাইব্রেকারে মারের ভেদ শক্তির অভাব, আর সার্ভের দুর্বলতা কাজে লাগিয়ে বাজিমাত করে নেন অ্যান্ডারসন। উচ্চতার জন্য দক্ষিণ আফ্রিকায় এই অ্যান্ডারসনকে ডাকা হয় দৈত্য নামে।
ওয়েব ডেস্ক: বিগ ফোর-এর আরও মহাতারকা পতন হল ইউএস ওপেনে। রাফায়েল নাদালের পর কিছুটা অপ্রত্যাশিতভাবে চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিলেন তিন বছর আগের চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে। কোয়ার্টার ফাইনালে ওঠার ম্যাচে মারে হারলেন দক্ষিণ আফ্রিকার দীর্ঘকায় খেলোয়াড় কেভিন অ্যান্ডারসনের বিরুদ্ধে। টানটান উত্তেজনার ম্যাচে সাড়ে ৬ ফুট উচ্চতার কেভিন ৭-৬, ৩-৬, ৭-৬, ৭-৬। যে তিনটে সেটে হারেন মারে, তিনটেরই ফয়সালা হয় টাইব্রেকারে। টাইব্রেকারে মারের ভেদ শক্তির অভাব, আর সার্ভের দুর্বলতা কাজে লাগিয়ে বাজিমাত করে নেন অ্যান্ডারসন। উচ্চতার জন্য দক্ষিণ আফ্রিকায় এই অ্যান্ডারসনকে ডাকা হয় দৈত্য নামে। গত পাঁচ বছরে এটাই কোনও গ্র্যান্ডস্লামে মারের সবচেয়ে খারাপ পারফরম্যান্স। টানা ১৬টা গ্র্যান্ডস্লামের কোয়ার্টার ফাইনালে ওঠা হল না স্কটিশ টেনিস তারকার।
মারে যখন হারলেন দক্ষিণ আফ্রিকার দৈত্যর কাছে, তখন আমেরিকার দৈত্য জন এসনারকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেন রজার ফেডেরার। ফেডেরার স্ট্রেট সেটে জিতলেন ৭-৬,৭-৬, ৭-৫। কোনও সেট না খুইয়ে একেবারে কোয়ার্টার ফাইনাল অবধি পৌঁছে রেকর্ড গড়লেন ফেডেরার। পুরুষদের সিঙ্গলসে এখনও অবধি ফেডেরারই একমাত্র খেলোয়াড় যিনি কোনও সেট হারাননি। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ফেডেরারের সামনে সার্কিটের চিরতরুণ ফ্রান্সের রিচার্ড গ্যাসকে। গ্যাসকের বিরুদ্ধে দারুণ রেকর্ড ফেডেরারের। সেমিফাইনালে উঠলে মারের মুখোমুখি হতে হবে না সুইস কিংবদন্তিকে।
এদিন সেট না খোয়ালেও ঘাম ঝরাতে হল ফেডেরারকে। পেশাদার সার্কিটের সবচেয়ে দীর্ঘকায় তথা আমেরিকার এক নম্বর খেলোয়াড় এসনারকে বেশ বেগ দিলেন ফেডেরারকে। প্রায় ৭ ফুট লম্বা এসনার হারলেন ফেডেরারের অসাধারণ ফোরহ্যান্ড, সার্ভিসের কাছে।
এদিকে, মহিলাদের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি সেরেনা উইলিয়ামস-ভেনাস উইলিয়ামস। শেষ আটের লড়াইযে মুখোমুখি পেত্রা কিতোভা-ফ্লাভিও পানেত্তা। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ভিক্টোরিয়া আজারেঙ্কা-সিমোনা হালেপ। কোয়ার্টারে মুখোমুখি রবার্ট ভিঞ্চি-ক্রিস্টিনা ম্লাদেনোভিচ।