যে রাজিথা হারালেন, কে সেই রাজিথা জানুন
অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ তে হোয়াইট ওয়াশ করে আসার পরে দেশের মাটিতে আনকোরা শ্রীলঙ্কার কাছে ভারত হেরে গেল পর্যুদস্ত হয়ে! আর এর পিছনে শ্রীলঙ্কার বোলার কসুন রাজিথার অবদান অনস্বীকার্য। তাঁর প্রথম ওভারেই তিনি তুলে নেন রোহিত শর্মা আর অজিঙ্কা রাহানের উইকেট! আজ তাই এক ঝলকে দেখে নিন কে এই রাজিথা।
ওয়েব ডেস্ক: অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ তে হোয়াইট ওয়াশ করে আসার পরে দেশের মাটিতে আনকোরা শ্রীলঙ্কার কাছে ভারত হেরে গেল পর্যুদস্ত হয়ে! আর এর পিছনে শ্রীলঙ্কার বোলার কসুন রাজিথার অবদান অনস্বীকার্য। তাঁর প্রথম ওভারেই তিনি তুলে নেন রোহিত শর্মা আর অজিঙ্কা রাহানের উইকেট! আজ তাই এক ঝলকে দেখে নিন কে এই রাজিথা।
১) রাজিথার জন্ম ১৯৯৩ সালের ১ জুন। তার মানে এখন বয়স ২৩ বছর।
২) এখনও পর্যন্ত রাজিথা প্রথম শ্রেনীর ম্যাচ খেলেছেন ১০টি। তাতে উইকেট পেয়েছেন ৮ টি।
৩) ব্যাটের হাতটা তাঁর মোটেই ভালো নয়। তবু রাজিথার ফার্স্ট ক্লাশ ক্রিকেটে সর্বোচ্চ রান অপরাজিত ১৩। লিস্ট এ ক্রিকেটে সর্বোচ্চ রান অপরাজিত ১২ এবং টি২০ ক্রিকেটে সর্বোচ্চ রান অপরাজিত ৪।
৪) ফার্স্ট ক্লাশ ক্রিকেটে রাজিথার সেরা বোলিং পারফরম্যান্স ৮২ রানে ৮ উইকেট।
৫) ২০১৫ সালের আগস্টে রাজিথা ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্সটস ইলেভেনের হয়ে একটি ম্যাচ খেলেছিলেন মঙ্গলবার প্রথম টি২০ তে ভারতের বিরুদ্ধে পুনে ম্যাচে নামার আগে।