ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের জয়ে বিজয় উল্লাস কাশ্মীরে, বাজি ফাটালেন বিচ্ছিন্নতাবাদী নেতা

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমি ফাইনালে পাকিস্তানের জয়ে বিজয় উল্লাস হল ভারতে। 'ভূস্বর্গে' আনন্দে মাতোয়ারা কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা মিরওয়েজ উমর ফারুখ ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের জয় সেলিব্রেট করলেন বাজি ফাটিয়ে। শুধু তাই নয়, টুইট করে মিরওয়েজ উমর ফারুখ পাকিস্তানকে ফাইনালের জন্য আগাম শুভেচ্ছাও জানিয়ে রেখেছেন।

Updated By: Jun 15, 2017, 03:38 PM IST
ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের জয়ে বিজয় উল্লাস কাশ্মীরে, বাজি ফাটালেন বিচ্ছিন্নতাবাদী নেতা

ওয়েব ডেস্ক: চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমি ফাইনালে পাকিস্তানের জয়ে বিজয় উল্লাস হল ভারতে। 'ভূস্বর্গে' আনন্দে মাতোয়ারা কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা মিরওয়েজ উমর ফারুখ ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের জয় সেলিব্রেট করলেন বাজি ফাটিয়ে। শুধু তাই নয়, টুইট করে মিরওয়েজ উমর ফারুখ পাকিস্তানকে ফাইনালের জন্য আগাম শুভেচ্ছাও জানিয়ে রেখেছেন।

উল্লেখ্য, গতকাল চ্যাম্পিয়নস ট্রফিতে 'ফেভারিট' ইংল্যান্ডের বিরুদ্ধে অবিশ্বাস্য জয় হাসিল করেছে পাকিস্তান। লিগ ম্যাচে 'অপরাজিত' ব্রিটিশ দলকে হেলায় হারিয়ে এই প্রথম চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উঠেছে পাক দল। প্রথম ম্যাচে ভারতের কাছে করুণ ভাবে হারার পর টানা তিন ম্যাচ জিতে ফাইনালে উঠেছে আমের, বাবর আলি, সরফরাজ, সোয়েব মালিকরা। বোলিং এবং ফিল্ডিং তো বটেই ব্যাটিংয়েও ব্রিটিশদের বিরুদ্ধে দাপট দেখিয়েছেন গোটা পাক দল।

২১২ রানে বেন স্টোক্স, ইয়ন মর্গ্যানদের আটকে দিয়ে প্রথমেই ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নিয়েছিল পাকিস্তান। এরপর ব্যাটিংয়ে আজহার আলির (৭৬) অনবদ্য ইনিংসের সুবাদে ১২.৫ ওভার বাকি থাকতেই ৮ উইকেটে লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় তাঁরা। দলের এই পারর্ফম্যান্সে স্বাভাবিক ভাবেই খুশি প্রাক্তন পাক ক্রিকেটাররা। পাকিস্তান দলের বিশ্বকাপ জয়ী একমাত্র অধিনায়ক ইমরান খান তো বলেই দিয়েছেন, "এই পাক দল চ্যাম্পিয়নস ট্রফি জিতেই ফিরবে"। বলা বাহুল্য আজ এজবাস্টনে দ্বিতীয় সেমি ফাইনালে মুখোমুখি ভারত-বাংলাদেশ। এই ম্যাচের জয়ীরাই ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তানের।

.