ন্যায্য পেনাল্টি পেলাম না, আক্ষেপ করিমের
দুমাস আগে বছরের শেষ ডার্বিতে অভিযোগের কাঠগড়ায় উঠেছিলেন রেফারি বিষ্ণু চৌহান। ওডাফাকে লালকার্ড দেখানোর পর রক্তাক্ত হতে হয়েছিল যুবভারতী। শনিবার বড় ম্যাচে রেফারিং নিয়ে সন্তুষ্ট দুই পক্ষই। বড় ম্যাচে দেশের সেরা রেফারি প্যানেলকে মাঠে নামিয়েছিল ফেডারেশন। ম্যাচের শেষে রেফারিং নিয়ে সন্তোষ প্রকাশ করে গেলেন দুই কোচই। যদিও মোহনবাগান কোচের দাবি,তারা একটি পেনাল্টি পেতে পারতেন।
দুমাস আগে বছরের শেষ ডার্বিতে অভিযোগের কাঠগড়ায় উঠেছিলেন রেফারি বিষ্ণু চৌহান। ওডাফাকে লালকার্ড দেখানোর পর রক্তাক্ত হতে হয়েছিল যুবভারতী। শনিবার বড় ম্যাচে রেফারিং নিয়ে সন্তুষ্ট দুই পক্ষই। বড় ম্যাচে দেশের সেরা রেফারি প্যানেলকে মাঠে নামিয়েছিল ফেডারেশন। ম্যাচের শেষে রেফারিং নিয়ে সন্তোষ প্রকাশ করে গেলেন দুই কোচই। যদিও মোহনবাগান কোচের দাবি,তারা একটি পেনাল্টি পেতে পারতেন।
করিমের দাবি মত পেনাল্টির বিষয়টি অবশ্য এড়িয়ে গেছেন ইস্টবেঙ্গল কোচ মরগ্যান। ম্যাচ শেষে লাল-হলুদ কোচ জানান,তিনি যেখানে ছিলেন,সেখান থেকে তার পক্ষে দেখা সম্ভব ছিল না যে টোলগের শট ওপারার হাতে লেগেছিল কিনা।