ফ্রান্সের তারকা স্ট্রাইকার বেনজেমা বর্ণবিদ্বেষের শিকার!

বিস্ফোরক করিম বেনজেমা। ইউরো কাপে ফ্রান্সের দল থেকে বাদ পড়ার পর প্রথমবার মুখ খুললেন এই তারকা স্ট্রাইকার। আর তোপ দাগলেন জাতীয় দলের কোচ দিদিয়ে দেশঁর বিরুদ্ধে। তিনি বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন। যার ফলেই দল থেকে বাদ পড়তে হয়েছে। সাফ জানাচ্ছেন বেনজেমা।

Updated By: Jun 3, 2016, 02:35 PM IST
ফ্রান্সের তারকা স্ট্রাইকার বেনজেমা বর্ণবিদ্বেষের শিকার!

ওয়েব ডেস্ক: বিস্ফোরক করিম বেনজেমা। ইউরো কাপে ফ্রান্সের দল থেকে বাদ পড়ার পর প্রথমবার মুখ খুললেন এই তারকা স্ট্রাইকার। আর তোপ দাগলেন জাতীয় দলের কোচ দিদিয়ে দেশঁর বিরুদ্ধে। তিনি বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন। যার ফলেই দল থেকে বাদ পড়তে হয়েছে। সাফ জানাচ্ছেন বেনজেমা।

চলতি মরশুমে পারফরম্যান্সের বিচারে তাঁর কখনই বাদ পড়ার কথা হয়। দেশঁর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন রিয়াল মাদ্রিদের এই স্ট্রাইকার। জাতীয় দলের সতীর্থ ভালবুনাকে সেক্স টেপ কেলেঙ্কারিতে ব্ল্যাকমিল করায় ফ্রান্স দল থেকে ছেঁটে ফেলা হয় এই গোলমেশিনকে। বেনজেমা অবশ্য মনে করেন এটা স্রেফ বাহানা। আসল কারণ হচ্ছে তিনি আলজেরিয়ান বংশোদ্ভূত। তাই তাকে বাদ দেওয়া হয়েছে।  

.