৩৯ বছর বয়স পর্যন্ত জুভেন্টাসে থাকবেন রোনাল্ডো!
২০২২ সালের জুন মাসে জুভেন্টাসের সঙ্গে বর্তমান চুক্তি শেষ হচ্ছে পর্তুগিজ সুপারস্টারের।
![৩৯ বছর বয়স পর্যন্ত জুভেন্টাসে থাকবেন রোনাল্ডো! ৩৯ বছর বয়স পর্যন্ত জুভেন্টাসে থাকবেন রোনাল্ডো!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/03/17/239836-cr7.jpg)
নিজস্ব প্রতিবেদন: ২০২৪ সাল পর্যন্ত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে রেখে দিতে চায় জুভেন্টাস। ইতালীয় ক্লাবের প্রস্তাব মানলে ৩৯ বছর পর্যন্ত জুভেন্টাসে থেকে যাবেন রোনাল্ডো। সেক্ষেত্রে জুভেন্টাস থেকেই হয়তো অবসর নিতে পারেন সিআরসেভেন।
২০২২ সালের জুন মাসে জুভেন্টাসের সঙ্গে বর্তমান চুক্তি শেষ হচ্ছে পর্তুগিজ সুপারস্টারের। সেই চুক্তি শেষ হওয়ার পর রোনাল্ডোকে আরও দুবছর ক্লাবে রেখে দিতে চান জুভেন্টাস কর্তারা। চলতি বছর ফেব্রুয়ারি মাসে ৩৫ বছরে পা দিয়েছেন রোনাল্ডো। কিন্তু তারকা স্ট্রাইকারের খেলায় বয়সের ছাপ পড়েনি । চলতি মরশুমে জুভেন্টাসের হয়ে ৩২টি ম্যাচে ২৫টি গোল করেছেন রোনাল্ডো।
নতুন মরশুমে রোনাল্ডোর সঙ্গে জুটি বাঁধার জন্য আর একজন স্ট্রাইকার আনার ভাবনাচিন্তা করছেন জুভেন্টাস কর্তারা। সূত্রের খবর, রোনাল্ডোর পাশে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনকে চায় জুভেন্টাস। হ্যারি কেনের সঙ্গে ব্রাজিলিয় তারকা গ্যাব্রিয়াল জেসুসের নামও জুভেন্টাস কর্তাদের তালিকায় রয়েছে।
আরও পড়ুন - কিং কোহলির আগ্রাসন উপভোগ করি, আমাদের এরকমই অধিনায়ক প্রয়োজন; বললেন মদন লাল