আজ জিতলেই চ্যাম্পিয়ন রোনাল্ডোর জুভেন্টাস!

আজ ভারতীয় সময় রাত ১১ টায় উদিনেসের ঘরের মাঠে নামছে জুভেন্টাস।

Updated By: Jul 23, 2020, 08:04 PM IST
আজ জিতলেই চ্যাম্পিয়ন রোনাল্ডোর জুভেন্টাস!
ছবি সৌজন্যে : টুইটার

নিজস্ব প্রতিবেদন:  আরও একটা খেতাব জয়ের সামনে দাঁড়িয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আজ রাতে জিততে পারলেই সিরি-এ চ্যাম্পিয়ন হয়ে যাবে জুভেন্টাস। টানা ৯ বার ইতালিয়ান লিগ খেতাব ঘরে তুলবে রোনাল্ডোর দল।

আজ ভারতীয় সময় রাত ১১ টায় উদিনেসের ঘরের মাঠে নামছে জুভেন্টাস। বুধবার রাতে ইন্টার মিলান আটকে যাওয়ায় রোনাল্ডোদের খেতাব জয়ের পথটা আরও সহজ হয়েছে। আজ রাতে উদিনেসকে হারাতে পারলে দ্বিতীয় স্থানে থাকা আটলান্টার থেকে ৯ পয়েন্টে এগিয়ে যাবে জুভেন্টাস।

বাকি থাকবে তিনটি ম্যাচ। সেই তিন ম্যাচে জুভেন্টাস হারলে আর আটলান্টা তিন ম্যাচ জিতলেও আটলান্টার সঙ্গে হেড টু হেড রেকর্ডে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হয়ে যাবে জুভেন্টাস।

আরও পড়ুন - সচিনের পর অন্যদের টপকে কীভাবে অধিনায়ক হয়েছিলেন সৌরভ?

.