Juan Mata Leaves Manchester United : পোগবা-লিনগার্ডের পর এবার ম্যান ইউ ছাড়ছেন মাতা

২০১১-১৪ পর্যন্ত চেলসিতে দারুণ ফুটবলার উপহার দিয়েছিলেন মাতা। নীল জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, উয়েফা ইউরোপা লিগ জেতেন। ফিফা ক্লাব বিশ্বকাপে হন রানার্স। চেলসি ছেড়ে ২০১৪ সালে মাতা চলে আসেন ম্য়ান ইউ-তে। এখান এসে এফএ কাপ, ইএফএল কাপ, এফএ কমিউনিটি শিল্ড ও উয়েফা ইউরোপা লিগ জেতেন। 

Updated By: Jun 2, 2022, 07:30 PM IST
Juan Mata Leaves Manchester United : পোগবা-লিনগার্ডের পর এবার ম্যান ইউ ছাড়ছেন মাতা
জুয়ান মাতাও ছাড়ছেন ক্লাব

নিজস্ব প্রতিবেদন: একের পর এক ফুটবলার ছেড়ে দিচ্ছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ( Manchester United)। একেবারে নতুন করে দল গুছিয়ে নিচ্ছে রেড ডেভিলস (Red Devils)। পল পোগবা (Paul Pogba), জেসে লিনগার্ডের (Jesse Lingard) পর এবার ক্লাব ছাড়ছেন হুয়ান মাতা (Juan Mata)। বৃহস্পতিবার ভিডিও পোস্ট করে মাতার বিদায়বার্তা ঘোষণা করে দিল ম্যান ইউ। ওল্ড ট্র্যাফোর্ডের সঙ্গে আট বছরের সম্পর্ক ছিন্ন করলেন ৩৪ বছরের স্প্যানিশ মিডফিল্ডার।

২০১১-১৪ পর্যন্ত চেলসিতে দারুণ ফুটবলার উপহার দিয়েছিলেন মাতা। নীল জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, উয়েফা ইউরোপা লিগ জেতেন। ফিফা ক্লাব বিশ্বকাপে হন রানার্স। চেলসি ছেড়ে ২০১৪ সালে মাতা চলে আসেন ম্য়ান ইউ-তে। এখান এসে এফএ কাপ, ইএফএল কাপ, এফএ কমিউনিটি শিল্ড ও উয়েফা ইউরোপা লিগ জেতেন। ম্যান ইউ-তে ২৮৫ ম্যাচ খেলা মাতা কেরিয়ারের শীর্ষে থাকার সময়ে মাত করেছিলেন তাঁর স্কিলে। ম্যান ইউয়ের নতুন কোচ এরিকে টেন হ্য়াগ চাইছেন একেবারে দল ভেঙে নতুন দল নিয়েই আগামী মাসে ইউরোপা লিগ শুরু করতে। তাই পুরনোদের ধরে না রাখার পথেই হাঁটছেন তিনি।

আরও পড়ুন: Gareth Bale আবেগি চিঠিতে জানিয়ে দিলেন Real Madrid ছাড়ার কথা

আরও পড়ুন:  Paul Pogba ছাড়ছেন ক্লাব! জানিয়ে দিল Manchester United

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 
 

.