Mohun Bagan | ISL 2024-2025: 'আমি কি ডাক্তার নাকি? আমাকে কেন জিজ্ঞাসা করছেন!' কেন মেজাজ হারালেন মোলিনা?

Jose Molina On ISL 2024-2025 Prparation: একইসঙ্গে আইএসএল ও এএফসি-র টুর্নামেন্ট খেলবে মোহনবাগান। কী ভাবনাচিন্তা চলছে নতুন কোচ হোসে মোলিনার মাথায়?

Updated By: Sep 4, 2024, 05:38 PM IST
Mohun Bagan | ISL 2024-2025: 'আমি কি ডাক্তার নাকি? আমাকে কেন জিজ্ঞাসা করছেন!' কেন মেজাজ হারালেন মোলিনা?
মোলিনা মেজাজ হারালেন সাংবাদিক বৈঠকে!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজারহাটের ধারের এক পাঁচতারা হোটেলে বুধবার দুপুরে আইএসএল মিডিয়া ডে উপলক্ষে, লিগে অংশ নেওয়া ১৩ টি দলের মধ্যে সাতটি দল সাংবাদিক বৈঠক করল। শুরুটা হয়েছিল প্রথমবার আইএসএলে পা রাখা মহামেডানকে (Mohammedan SC) দিয়েই শেষ হল ইস্টবেঙ্গলকে (East Bengal) দিয়ে। আর তার আগে ছিল মোহনবাগান (Mohun Bagan Super Giant)। মোহনবাগানের হয়ে সাংবাদিক বৈঠকে এসেছিলেন নতুন কোচ হোসে মোলিনা। ফুটবলারদের মধ্য়ে ছিলেন দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিন্স, সুহেল ভাট ও আশিক কুরুনিয়ান। 

গত ৩১ অগাস্ট যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড ফাইনালে মোহনবাগান হেরে গিয়েছিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি-র কাছে। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকা মোহনবাগান দ্বিতীয়ার্ধে দুই গোল হজম করে বসে। শেষে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে জন আব্রহামের টিম  ৪-৩ বাজিমাত করে।  ব্যাক-টু-ব্যাক ডুরান্ড না জেতার হতাশা এখনও পুরোপুরি কাটাতে পারেননি মোলিনা। ডুরান্ডের প্রসঙ্গে তিনি বলেন, 'অবশ্য়ই আমরা ওরকম খেলে খুশি হইনি। তবে ফুটবলে অতীত নিয়ে ভাবলে চলে না। আমাদের সামনের দিকেই তাকাতে হয়। আপাতত আমাদের চোখ আইএসএলে।'

আরও পড়ুন: 'চ্যালেঞ্জ নিতে তৈরি', প্রথমবার আইএসএসএল সাদা-কালোর, কী বলছেন চেরনিশভ-সামাদরা?

৫ বারের সোনার বুট জয়ী বিশ্বকাপার জেমি ম্যাকলারেন ৪ বছরের চুক্তিতে মোহনবাগানে সই করেছেন। এ লিগের ইতিহাসে সর্বাধিক গোলশিকারি ম্যাকলারেন কিন্তু কলকাতায় পা রেখেই ঘাড়ের চোটের কারণে মুম্বইতে গিয়েছিলেন চিকিৎসার জন্য়। ম্যাকলারেন এখনও নামেননি মোহনবাগানের জার্সিতে। মোলিনার কাছে প্রশ্ন ছিল যে, তাঁর টিমের সুপারস্টার কেমন আছেন বা তাঁর চোটের ঠিক কী অবস্থা? আর এই শুনেই অত্য়ন্ত কড়া ভাবে মোলিনা বলেন, 'আমি কি ডাক্তার নাকি? আমাকে কেন জিজ্ঞাসা করছেন! ডাক্তারের সঙ্গে গিয়ে কথা বলুন।'  

মোলিনার থেকে জানতে চাওয়া হয়েছিল যে গত মরসুমে মোহনবাগান দারুণ ফুটবল খেলেছে? এই মরসুমে তাঁর উপর প্রত্য়াশা কি আরও বেশি থাকবে? উত্তরে মোলিনা বলেন, 'দেখুন যা হওয়ার হয়ে গিয়েছে। আমাদের নতুন করে শুরু করতে হবে।' মলিনার কাছে এও প্রশ্ন ছিল যে, মোহনবাগান বাদে আর কোনও তিন দল তাঁর কাছে চ্য়ালেঞ্জিং হতে চলেছে? যা শুনে মোলিনা বলেন, 'আমি এভাবে কোনও দলকে আলাদা করতে পারব না। আইএসএলে কোনও ম্য়াচই সহজ নয়। সব দলেই রয়েছে ভালো ফুটবলার।' 

আরও পড়ুন: যোগীরাজ্যে ঐতিহাসিক ডার্বি, শেষ হাসি সবুজ-মেরুনের, গঙ্গাপারের ক্লাবে এল সিএম কাপ

আগামী ১৩ সেপ্টেম্বর আইএসএলের পর্দা উঠছে। সেদিন উদ্বোধনী ম্যাচ খাস কলকাতায়। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে গতবারের লিগ শিল্ড জয়ী মোহনবাগান এবং শিরোপা জয়ী মুম্বই সিটি এফসি মুখোমুখি হচ্ছে। যার মানে গত মরসুমের ফাইনালের ফের একবার পুনরাবৃত্তি। মোলিনা দলের প্রস্তুতির প্রসঙ্গে জানিয়েছেন, 'একাধিক ফুটবলার জাতীয় দলে রয়েছে। তারা ফিরলে দুই-তিনদিন অনুশীলন করার সুযোগ পাবে। কী করা যাবে। এটাই প্রক্রিয়া। মানিয়ে নিতে হবে আমাদের। ১০ দিন পাব অনুশীলন করার জন্য়। এর মধ্য়েই গুছিয়ে নিতে হবে। ফুটবলারদের উপর আমার বিশ্বাস রয়েছে।' 

মোহনবাগানকে শুধু আইএসএল নিয়ে ভাবলেই চলবে না। রয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু'ও। ২০২৩-২৪ মরসুমে আইএসএল লিগ শিল্ড জেতায় মেরিনার্স খেলছে এএফসি-র নতুন মোড়কে ফেরা এই দ্বিতীয় টিয়ার ক্লাব ফুটবল প্রতিযোগিতা। মোহনবাগানের সঙ্গে রয়েছে কাতারের আল ওয়াকরাহ এসসি , ইরানের ট্রাক্টর এফসি ও তাজাকিস্তানের এফসি রাভশান। মোলিনার কাছে এও প্রশ্ন ছিল যে, দু'টি ভিন্ন টুর্নামেন্টের জন্য় তিনি কী ভাবছেন? কিন্তু মোলিনার একটাই কথা তিনি ম্য়াচ ধরে ধরে ভাববেন। আপাতত তাঁর পাখির চোখ মুম্বই ম্য়াচেই। তারপর তিনি বাকি সব ভাববেন।

আরও পড়ুন:শনি সন্ধ্যায় শহরে আচমকা পাহাড়ি ঝড়...খড়কুটোর মতো উড়ল পালতোলা নৌকা!

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.