হারতে ভুলে গেছে স্পেন, দ্রুততম গোলের রেকর্ড হার্নান্ডেজের

গ্রুপ লিগে টানা তিন ম্যাচ জিতে কনফেডারেশন কাপের সেমিফাইনালে পৌঁছে গেল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। শেষ ম্যাচে নাইজেরিয়ার সঙ্গে ড্র করতে পারলেই শেষ চারের টিকিট নিশ্চিত করে ফেলত ইউরো চ্যাম্পিয়নরা। আফ্রিকান সিংহদের ৩-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ শীর্ষে থেকে সেমিতে চলে গেল ভিনসেন্ট দেল বস্কের দল। তাহিতির বিরুদ্ধে চার গোল করলেও নাইজেরিয়ার বিরুদ্ধে প্রথম একাদশে জায়গা হয়নি চেলসির তারকা স্ট্রাইকার ফার্নান্ডো টোরেসের।

Updated By: Jun 24, 2013, 02:53 PM IST

স্পেন (৩) নাইজেরিয়া (০)।। উরুগুয়ে (৮) তাহিতি (০)
গ্রুপ লিগে টানা তিন ম্যাচ জিতে কনফেডারেশন কাপের সেমিফাইনালে পৌঁছে গেল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। শেষ ম্যাচে নাইজেরিয়ার সঙ্গে ড্র করতে পারলেই শেষ চারের টিকিট নিশ্চিত করে ফেলত ইউরো চ্যাম্পিয়নরা। আফ্রিকান সিংহদের ৩-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ শীর্ষে থেকে সেমিতে চলে গেল ভিনসেন্ট দেল বস্কের দল।তাহিতির বিরুদ্ধে চার গোল করলেও নাইজেরিয়ার বিরুদ্ধে প্রথম একাদশে জায়গা হয়নি চেলসির তারকা স্ট্রাইকার ফার্নান্ডো টোরেসের। যদিও গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি স্পেনকে।
মাত্র তিন মিনিটেই ইনিয়েস্তার পাস থেকে স্প্যানিশ আর্মাডাকে এগিয়ে দেন বার্সেলোনার জর্ডি আলভা।
পিছিয়ে পড়লেও দমে যায়নি নাইজেরিয়া। শক্তি আর গতি দিয়ে বারবারই চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছিলেন স্পেনের তিকিতাকা ফুটবলকে। দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফেরানোর সহজ সুযোগ নষ্ট করেন নাইজেরিয়ার ইডেয়ে। পরিবর্ত হিসাবে ডেভিড সিলভা আর ফার্নান্ডো টোরেসকে নামিয়ে বাজিমাত করেন স্পেন কোচ। পরিবর্ত হিসাবে মাঠে নেমেই স্পেনের হয়ে ব্যবধান বাড়ান ফার্নান্ডো টোরেস। চলতি কনফেড কাপে পাঁচ গোল করা হয়ে গেল চেলসির তারকা স্ট্রাইকারের। খেলা শেষ হওযার আগে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করে স্পেনের জয় নিশ্চিত করে দেন জর্ডি আলভা। বৃহস্পতিবার কনফেড কাপের দ্বিতীয় সেমিফাইনালে ইতালির মুখোমুখি হবে স্পেন। গতবছর ইউরো ফাইনালে আজুরিদের চার-শূন্য গোলে হারিয়ে ইউরোপ সেরা হয়েছিলেন টোরেস-রা।

উরুগুয়ে (৮) তাহিতি (০)
অন্যদিকে, কনফেডারেশন কাপের সেমিফাইনালে পৌঁছে গেল কোপা আমেরিকা চ্যাম্পিয়ন
উরুগুয়ে। গ্রুপের শেষ ম্যাচে তাহিতিকে ৮-০ গোলে হারাল তারা।কনফেড কাপের
ইতিহাসে দ্রুততম গোল করার নজির গড়লেন উরুগুয়ের হার্নান্ডেজ।
স্পেনের পর গ্রুপের দ্বিতীয় দল হিসাবে কনফেডারেশন কাপের সেমিফাইনালে চলে
গেল কোপা আমেরিকা চ্যাম্পিয়ন উরুগুয়ে। গ্রুপের শেষ ম্যাচে দুর্বল তাহিতিকে
আট-শূন্য গোলে উড়িয়ে দিল লাতিন আমেরিকার দলটি। নাইজেরিয়া দলের প্রথম
একাদশের পুরোটাই বদলে ফেলেছিলেন উরুগুয়ে কোচ অস্কার ত্যাবারেজ। প্রথম
একাদশে ছিলেন না দিয়েগো ফোরল্যান,লুইস সুয়ারেজ,ক্যাভানির মত তারকারা। তা
সত্ত্বেও বড় ব্যবধানে জয় আটকায়নি কোপা আমেরিকা চ্যাম্পিয়নদের। উরুগুয়ের
হয়ে একাই চার গোল করেন হার্নান্ডেজ।পরিবর্ত হিসাবে নেমে জোড়া গোল করেন
লুইস সুয়ারেজ। অপর গোলগুলি করেন দিয়েগো পেরেজ আর লড্রেইরো।
কনফেডারেশন কাপের ইতিহাসে দ্রুততম গোল করার নজির গড়েন হার্নান্ডেজ
(চিচিরাতো)। ম্যাচের ৮৯ সেকেন্ডেই গোল করে উরুগুয়েকে এগিয়ে দেন তিনি।
বুধবার রাতে প্রথম সেমিফাইনালে ব্রাজিলের মুখোমুখি হবে উরুগুয়ে।

.