ফেরেরাকে হারিয়ে আবু ধাবিতে চ্যাম্পিয়ন জোকার
ডেভিড ফেরেরাকে হারিয়ে আবু ধাবিতে জয়ের ধারা অব্যাহত রাখলেন নোভাক জোকোভিচ। শনিবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ফাইনালে ফেরেরাকে ৭-৫, ৬-২তে হারিয়ে টানা তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন হলেন জোকার।
Updated By: Dec 28, 2013, 11:53 PM IST
ডেভিড ফেরেরাকে হারিয়ে আবু ধাবিতে জয়ের ধারা অব্যাহত রাখলেন নোভাক জোকোভিচ। শনিবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ফাইনালে ফেরেরাকে ৭-৫, ৬-২তে হারিয়ে টানা তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন হলেন জোকার।
ইউএস ওপেন ফাইনালে নাদালের কাছে হারার পর এটিপি ট্যুরে টানা ২৪ ম্যাচ জিতে মরসুম শেষ করলেন জোকোভিচ। এর আগে জো-উইলফ্রেড সঙ্গাকে ৭-৬(৫), ৬-৩ সেটে হারিয়ে তৃতীয় স্থান দখল করেছেন শীর্ষ বাছাই রাফায়েল নাদাল।
পুরস্কার মূল্য হিসেবে সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ পেয়েছেন ২৫০,০০০ মার্কিন ডলারের চেক। জিতে জানালেন আপাতত পাখির চোখ আসন্ন ২০১৪-র অস্ট্রেলিয়ান ওপেন।