Jhulan Goswami : বিদায়ের ম্যাচে ভারতের কোন তারকা পেসারের রেকর্ড ভাঙলেন 'চাকদহ এক্সপ্রেস'?

Jhulan Goswami : ধুঁকতে-ধুঁকতে নয়, শেষটা একেবারে শিখরে থেকে করলেন ঝুলন। শনিবার লর্ডসে ইংল্য়ান্ডের বিরুদ্ধে ১০ ওভারে ৩০ রান দিয়ে দু'উইকেট নেন। 

Updated By: Sep 24, 2022, 11:54 PM IST
Jhulan Goswami : বিদায়ের ম্যাচে ভারতের কোন তারকা পেসারের রেকর্ড ভাঙলেন 'চাকদহ এক্সপ্রেস'?
সতীর্থদের কাঁধে চেপে লর্ডস ছাড়লেন ঝুলন। ছবি: টুইটার

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: তিনি একাধিক রেকর্ডের অধিকারী। তিনি এক ও অদ্বিতীয় ঝুলন গোস্বামী। এ বার ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে শেষ আন্তর্জাতিক ম্যাচে তিনি কপিল দেবকেও ছাপিয়ে গেলেন। ভারতের হয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকার ছয় নম্বরে উঠে এলেন 'চাকদহ এক্সপ্রেস।

কীভাবে ২৫৪ তম উইকেট পেলেন ঝুলন? 

 তৃতীয় একদিনের ম্যাচে ২৫৪ তম উইকেট নেন। ১১ তম ওভারের শেষ বলে অ্যালিস ক্যাপসেকে আউট করেন। বলটা শর্ট করেছিলেন ঝুলন। কভার পয়েন্ট সোজা হারলিন দেওলের হাতে ক্যাচ দিয়ে বসেন ক্যাপসি। 

কীভাবে ২৫৫ তম উইকেট পেলেন ঝুলন?

দ্বিতীয় উইকেটের ক্ষেত্রে নিজের দুর্দান্ত স্কিলের ঝলক দেখালেন ঝুলন। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের শেষ ওভারের দ্বিতীয় বলটা অ্যাক্রস দ্য লাইনে ক্রস সুইং বল করেন। স্টাম্পে চুমু খেয়ে বেরিয়ে যায় বল। দু'হাত উঁচু করে ট্রেডমার্ক উচ্ছ্বাস মেতে ওঠেন।

শেষ আন্তর্জাতিক ম্যাচে ঝুলনের বোলিং পরিসংখ্যান

ধুঁকতে-ধুঁকতে নয়, শেষটা একেবারে শিখরে থেকে করলেন ঝুলন। শনিবার লর্ডসে ইংল্য়ান্ডের বিরুদ্ধে ১০ ওভারে ৩০ রান দিয়ে দু'উইকেট নেন। দুটি মেডেনও দেন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা বোলার। যে মেডেনটা আসে আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ওভারে। একদিনের ক্রিকেটে ২৫৫টি উইকেটে থামলেন ঝুলন। আন্তর্জাতিক মঞ্চে সব ফরম্যাট মিলিয়ে সংখ্যাটা দাঁড়াল সবার উপরে ৩৫৫ উইকেটে। 

আরও পড়ুন: Jhulan Goswami, INDW vs ENGW : বিদায়বেলায় বোলার ঝুলনের সৌজন্যে সাহেবদের হোয়াইটওয়াশ করে দেশে ফিরছে হরমনের ভারত

আরও পড়ুন: Jhulan Goswami : শেষ ইনিংসে 'গোল্ডেন ডাক'! পঙ্কজ রায়, সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাশে এ বার ঝুলনের নামে স্ট্যান্ড

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক বোলারের তালিকা 

অনিল কুম্বলে : ৩৩৭ টি উইকেট (২৭১ ম্যাচ এবং ২৬৫ ইনিংস)।
জাভাগল শ্রীনাথ: ৩১৫ টি উইকেট (২২৯ ম্যাচ এবং ২২৭ ইনিংস)।
অজিত আগরকর: ২৮৮ টি উইকেট (১৯১ ম্যাচ এবং ১৮৮ ইনিংস)।
জাহির খান: ২৮২ টি উইকেট (২০০ ম্যাচ এবং ১৯৭ ইনিংস)।
হরভজন সিং: ২৬৯ টি উইকেট (২৩৬ ম্যাচ এবং ২২৭ ইনিংস)।
ঝুলন গোস্বামী: ২৫৫ টি উইকেট (২০৪ ম্যাচ এবং ২০৩ ইনিংস)।
কপিল দেব: ২৫৩ টি উইকেট (২২৫ ম্যাচ এবং ২২১ ইনিংস)।

 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)    

.