জোড়া ধাক্কা সামলাতে কুকের সংসারে দুই নবাগত

০-২ পিছিয়ে থাকা ইংল্যান্ড শিবির এখন বেশ বিভ্রান্ত। সিরিজের শুরুটা রাজকোটে দারুণ লড়াই করেছিল আলিস্টার কুকের দল। তখন মনে হচ্ছিল পাঁচ ম্যাচের সিরিজে বিরাট লড়াই হবে। কিন্তু প্রথমে বিশাখাপত্তনাম, তারপর মোহালিতে হারের পর আলিস্টার কুকের দলকে এলোমেলো দেখাচ্ছে। ব্রিটিশ মিডিয়া ০-৪ আশঙ্কা করতে শুরু করেছে।

Updated By: Nov 30, 2016, 06:38 PM IST
জোড়া ধাক্কা সামলাতে কুকের সংসারে দুই নবাগত

ওয়েব ডেস্ক: ০-২ পিছিয়ে থাকা ইংল্যান্ড শিবির এখন বেশ বিভ্রান্ত। সিরিজের শুরুটা রাজকোটে দারুণ লড়াই করেছিল আলিস্টার কুকের দল। তখন মনে হচ্ছিল পাঁচ ম্যাচের সিরিজে বিরাট লড়াই হবে। কিন্তু প্রথমে বিশাখাপত্তনাম, তারপর মোহালিতে হারের পর আলিস্টার কুকের দলকে এলোমেলো দেখাচ্ছে। ব্রিটিশ মিডিয়া ০-৪ আশঙ্কা করতে শুরু করেছে।

আরও পড়ুন- বাংলাদেশ ক্রিকেটে কেলেঙ্কারি

হারের ধাক্কার মাঝে আবার চোটের যন্ত্রণা। মানে জোড়া ধাক্কা। জাফর আনসারির চোটের জন্য দলে নতুন ক্রিকেটারদের দলে নিল ইংল্যান্ড। ডারহামের ওপেনার কিয়াটন জেননিংসকে দলে নেওয়া হল। সঙ্গে জুড়ে দেওয়া হল হ্যাম্পশায়ারের অলরাউন্ডার লিয়াম অ্যান্ড্রু ডসনকে। দু জনের কেউই এর আগে টেস্টে খেললেনি। কিয়াটন তো প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ খেলতে চলার সুযোগ পেতে চলেছেন। কুক মনে করছেন, এখান থেকে সিরিজে সমতায় ফিরতে তাদের স্পেশাল কিছু একটা করতে হবে। নতুনরা সেই স্পেশাল ফ্যাক্টর হতে পারবেন কি?

.