'বার্থ ডে বয়' জয়সূর্যের অজানা পাঁচ
আজ জন্মদিন সনত্ জয়সূর্যের। জয়সূর্য মানেই মনে পড়ে অনেক কিছু। জয়সূর্য মানেই ঝড়ো ব্যাটিং, জয়সূর্য মানেই ভারতের কপালে দু:খ। জয়সূর্য মানেই ১৯৯৬ বিশ্বকাপের সেই ঠেঙানি। জয়সূর্য মানেই সেই বৃত্তে বাধা প্রথম ১৫ ওভারের একেবারে হাতে গরম সদ্বব্যবহার।
ওয়েব ডেস্ক: আজ জন্মদিন সনত্ জয়সূর্যের। জয়সূর্য মানেই মনে পড়ে অনেক কিছু। জয়সূর্য মানেই ঝড়ো ব্যাটিং, জয়সূর্য মানেই ভারতের কপালে দু:খ। জয়সূর্য মানেই ১৯৯৬ বিশ্বকাপের সেই ঠেঙানি। জয়সূর্য মানেই সেই বৃত্তে বাধা প্রথম ১৫ ওভারের একেবারে হাতে গরম সদ্বব্যবহার।
আসুন আজ জেনে নেওয়া যাক জয়সূর্যের অজানা পাঁচ--
সনত্ জয়সূর্যকে দুনিয়া চেনে ঝোড়ো ব্যাটসম্যান হিসেবে। কিন্তু বোলার জয়সূর্য! না, সেভাবে কখনই প্রাপ্য সম্মান পাননি বোলার জয়সূর্য। আচ্ছা একটা রেকর্ডের কথা বলি ওয়ানডেতে অসি কিংবদিন্তি স্পিনার শেন ওয়ার্নের চেয়ে বেশি উইকেট পেয়েছেন জয়সূর্য। তা হলে বুঝলেন যিনি ওয়ার্নের থেকে বেশি উইকেট পান, তিনি বোলার হিসেবে কতটা বড়।
জয়সূর্যের হাজারো রেকর্ডের মধ্য থেকে দু একটার কথা বলি। শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার, সবচেয়ে বেশি সেঞ্চুরির, ১৯৯৭ সালে বর্ষসেরা উইজডেন ক্রিকেটার নির্বাচিত হন। জানেন কী জয়সূর্য হচ্ছেন একমাত্র ক্রিকেটার, যিনি বাইশ গজে চুটিয়ে খেলে যাওয়া অবস্থায় দেশের এমপি নির্বাচিত হন। একই সঙ্গে প্রথম ক্রিকেটার যিনি রাষ্ট্রসংঘের শুভেচ্ছা দূত নির্বাচিত হন।
বিশ্বের একমাত্র ক্রিকেটার যাঁর ব্যাট হাতে ১৩ হাজারের ওপর রান আছে, পাশাপাশি হাত ঘুরিয়ে আছে ৩০০-এর বেশি উইকেট।
ভেরি গুড সেকেন্ড বয়--ওয়ানডেতে সবচেয়ে বেশি ওভার বাউন্ডারি হাঁকানোর বিষয়ে আফ্রিদির (৩৫১)- ঠিক পরে জয়সূর্য (২৭০)। আবার ওয়ানডেতে সবচেয়ে বেশি বাউন্ডারি হাঁকানোর সর্বকালের তালিকাতে জয়সূর্য (১৫০০) দু নম্বরে। সচিনের (২০১৬) পরে।
ওয়ানডে-তে সবচেয়ে বেশি শূন্য করার তালিকাতে জয়সূর্য সবার আগে। ওয়ানডেতে রেকর্ড ৩৪ বার শূন্য রানে আউট হয়েছেন জয়সূর্য। শুধু শূন্য নয় গোল্ডেন ডাক মানে প্রথমবলেই আউট হওয়াতে রেকর্ড আছে তাঁর।