গত ISL ফাইনালে জোড়া গোল করা জাভিকে দলে নিল এটিকে মোহনবাগান

গতবছর অ্যান্তোনিও লোপেজ হাবাসের দলে অপরিহার্য হয়ে উঠেছিলেন স্প্যানিশ মিডফিল্ডার জাভি হার্নান্ডেজ।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Sep 30, 2020, 08:32 PM IST
গত ISL ফাইনালে জোড়া গোল করা জাভিকে দলে নিল এটিকে মোহনবাগান
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন:   গত মরশুমে এটিকের মাঝ মাঠে ভরসা জুগিয়েছিলেন। সেই স্প্যানিশ মিডফিল্ডার জাভি হার্নান্ডেজকে আসন্ন মরশুমেও সই করাল এটিকে মোহনবাগান। বুধবার ক্লাবের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে।

আপাতত এক বছরের জন্য চুক্তি করা হয়েছে ৩১ বছর বয়সী এই স্প্যানিশ মিডফিল্ডারের সঙ্গে। গতবছর অ্যান্তোনিও লোপেজ হাবাসের দলে অপরিহার্য হয়ে উঠেছিলেন স্প্যানিশ মিডফিল্ডার জাভি হার্নান্ডেজ। ফাইনালে চেন্নাইন এফসি-র বিরুদ্ধে দুটি গোলও করেছিলেন তিনি।

এটিকে মোহনবাগানের সঙ্গে চুক্তি সইয়ের পর জাভি জানান, "এবছর এটিকে মোহনবাগানের সঙ্গে থাকতে পেরে আমি খুশি। গতবছর যাদের সঙ্গে খেলেছিলাম আর এবার দলে যারা নতুন তাদের সঙ্গে দেখা করার জন্য আমি অপেক্ষা করে আছি। কলকাতা আমার মনে বিশেষ জায়গা করে নিয়েছে। এখানকার সর্মথকরা আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছেন।  এএফসি কাপে সবুজ-মেরুন জার্সি পরে ভাল খেলতে চাই। এই বছরও ক্লাবকে ট্রফি এনে দিতে চাই।"

আরও পড়ুন - গণধর্ষণ, নারকীয় নির্যাতন, মৃত্যু! হাথরাস নির্যাতিতার করুণ পরিণতির বিচার চাইলেন সাইনা-রায়না

.