ভারতের সঙ্গে ক্রিকেট খেলা নিয়ে মিঁয়াদাদ কী বলেছেন জানেন?

Updated By: Aug 7, 2017, 08:52 PM IST
ভারতের সঙ্গে ক্রিকেট খেলা নিয়ে মিঁয়াদাদ কী বলেছেন জানেন?

ওয়েব ডেস্ক: পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার জাভেদ মিঁয়াদাদের ভারত বিদ্বেষ বরাবরই ধরা পড়েছে তাঁর কথায়। যখন খেলতেন তখনও, খেলা ছাড়ার পরও মিঁয়াদাদ সূযোগ পেলেই আক্রমণ করেছেন ভারতকে। এবারও তার ব্যতিক্রম হল না। মিঁয়াদাদ এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডকে উদ্দেশ্য করে বলেছেন যে, যেকোনও আইসিসি প্রতিযোগিতায় যেন ভারতকে বয়কট করে পাকিস্তান।

আরও পড়ুন জীবনের শেষ দৌড়ে ব্রোঞ্জ জেতার পর বোল্টকে নিয়ে কী বললেন বিরাট কোহলি?

মিঁয়াদাদ বলেছেন, 'এবার আরও একটু কড়া পদক্ষেপ নেওয়া দরকার। আমাদের ভারতের সঙ্গে খেলার কোনও দরকার নেই। ওরা আমাদের সঙ্গে সিরিজ খেলতে চায় না। তাহলে, আমাদেরও উচিত, যেকোনও আইসিসি ইভেন্টে ভারতের সঙ্গে খেলাকে বয়কট করা। আমরা যখন আইসিসির কোনও প্রতিযোগিতায় ভারতের সঙ্গে খেলব না, তখন আর্থিক ক্ষতির মুখে পড়বে আইসিসি-ও। আর তখনই বিষয়টা সবার বোধগম্য হবে। আমরাও আমাদের সম্মান পাব। অন্তত সমান সম্মান পাবো।'

আরও পড়ুন  কলম্বো টেস্ট জেতার পর পুজারা সম্পর্কে কোহলি কী বলেছেন শুনেছেন?

.