Hardik Pandya, IND vs AUS : কার অনুপস্থিতি দলকে ভোগাচ্ছে? হেরে নাম জানালেন হার্দিক

Hardik Pandya, IND vs AUS : পঞ্চদশ আইপিএল থেকে সেরা ফর্মে রয়েছেন। মোহালিতেও ঝড়ো ব্যাটিং করেছেন হার্দিক। সেই ধারাবাহিকতা বজায় রাখছেন এখনও।

Updated By: Sep 21, 2022, 06:46 PM IST
Hardik Pandya, IND vs AUS : কার অনুপস্থিতি দলকে ভোগাচ্ছে? হেরে নাম জানালেন হার্দিক
কাজে আসেনি হার্দিকের লড়াকু ও অপরাজিত অর্ধ শতরান। ছবি: টুইটার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  দলে তো ফিরেছেন। কিন্তু জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) কবে মাঠে নামবেন? কোন ম্যাচে তাঁকে বল হাতে দেখা যাবে? অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে বুমরা বাকি দুই ম্যাচে খেলবেন? নাকি তাঁর সার্ভিস দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে পাওয়া যাবে? এমন একাধিক প্রশ্নের সঠিক জবাব দিতে পারছেন কেউই। মোহালির প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে ও পরে বুমরার পিঠের চোট এবং তাঁর সেরে ওঠা নিয়ে বারবার আলোচনা হয়েছে। তবে রোহিত শর্মা (Rohit Sharma) ও হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), কেউ গ্যারান্টি দিয়ে জানাতে পারলেন না যে 'ফুল ফিট' বুমরাকে আগুনে গতি তুলতে দেখা যাবে! এরমধ্যে ৪ উইকেটে লজ্জার হারের পর হার্দিক আবার জানিয়ে দিলেন যে, বুমরার অনুপস্থিতি দলকে ভোগাচ্ছে। এশিয়া কাপের (Asia Cup 2202) পর এ বার অজিদের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে হারের বড় কারণ হল বুমরাহীন পেস বোলিং। 

লজ্জার হারের শেষে হার্দিক তাঁর সতীর্থের প্রসঙ্গে বলেন, 'দেখুন আমরা সবাই জানি বুমরা কত বড় ম্যাচ উইনার। ও দলে থাকলে পেস বোলিং বিভাগ আরও শক্তিশালী হবে। সেটা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। আমাদের জন্য বুমরা কতটা গুরুত্বপূর্ণ সেটা সকলেই জানে। কিছু উদ্বেগ থাকতে পারে (বোলিং নিয়ে), কিন্তু আমি মনে করি না এতে কোনও সমস্যা আছে। আমাদের বাকি খেলোয়াড়দের ওপর আস্থা রাখতে হবে। এরা দেশের সেরা ১৫ জন খেলোয়াড় এবং সে কারণেই তারা দলে আছে।' হার্দিক আরও যোগ করেন, 'জসপ্রীতের অনুপস্থিতি বড় পার্থক্য তৈরি করছে। কিন্তু মাথায় রাখতে হবে যে ও বড় চোট থেকে ফিরে এসেছে। তাই ওকে পর্যাপ্ত সময় দেওয়া খুবই জরুরি।' 

আরও পড়ুন: Hardik Pandya , IND vs AUS : বেধড়ক মার খাওয়া হর্ষলকে বাঁচাতে গিয়ে 'ব্যঙ্গাত্মক' জবাব দিলেন হার্দিক!

আরও পড়ুন: Rohit Sharma, IND vs AUS : লজ্জার হার! কাদের উপর মেজাজ হারালেন 'হিটম্যান'? জানতে পড়ুন

Jasprit Bumrah

পঞ্চদশ আইপিএল থেকে সেরা ফর্মে রয়েছেন। মোহালিতেও ঝড়ো ব্যাটিং করেছেন হার্দিক। সেই ধারাবাহিকতা বজায় রাখছেন এখনও। শেষ চার ওভারে ৬০ রান যোগ করে ভারত। একটা সময় মনে করা হয়েছিল, ১৮০ রানে শেষ করবে ভারত। সেখান থেকে দুশো পেরিয়ে যাওয়া হার্দিকের ব্যাটিং তাণ্ডবেই।এ দিন মাত্র ২৫ বলে অর্ধ শতরান সম্পূর্ণ করলেন তিনি। শেষ পর্যন্ত তিনি করলেন ৩০ বলে অপরাজিত ৭১ রান। ব্যাট থেকে এল দুটি চার ও পাঁচটা ছক্কা। ফলে প্রথমে ব্যাট করে ভারত ৬ উইকেটে ২০৮ রান তুলেছিল ভারত। তবে বোলারদের খারাপ পারফরম্যান্সের জন্য কাজে এল না তাঁর লড়াকু ইনিংস। 

যদিও হার নিয়ে বেশি ভাবতে রাজি নন এই অলরাউন্ডার। বরং নিজের ব্যাটিংয়ের উন্নতি নিয়ে বলছেন, 'সত্যি বলতে বোলিং-এর থেকে ব্যাটিং আমার বেশি পছন্দের। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেইজন্য যতটা সম্ভব ব্যাটিং অনুশীলন সেরে নেওয়া জরুরি। যত বেশি বল পাব আমার জন্য ততই ভাল। অবশ্য ম্যাচের পরিস্থিতি অনুযায়ী মাত্র ১০টি বল পেলেও অসুবিধা নেই। সেখানেই নিজের সেরা পারফর্ম করার চেষ্টা করব।' 

 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)    

 

.