India vs England: বুমরার অবিশ্বাস্য ক্যাচে হতবাক বাইশ গজ! বার্মিংহ্যামে ফের ব্যাট করছে বৃষ্টি
বার্মিংহ্যামে চলছে জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) রাজ। এজবাস্টন মাতিয়ে রেখেছেন ভারতের স্ট্যান্ড-ইন ক্যাপ্টেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বার্মিংহ্যামে চলছে জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) রাজ। এজবাস্টন মাতিয়ে রেখেছেন ভারতের স্ট্যান্ড-ইন ক্যাপ্টেন। ব্যাটে-বলে অলরাউন্ড পারফর্ম করে দ্বিতীয় দিনে কামাল করেছিলেন তিনি। তৃতীয় দিন অর্থাৎ আজ (রবিবার) বুমরা ফিল্ডিংয়ে চমকে দিলেন। শার্দূল ঠাকুরের ( Shardul Thakur) বলে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes) আউট হয়ে যান ৩৬ বলে ২৬ রান করে। সৌজন্যে মিডউইকেটে বুমরার দুরন্ত ক্যাচ। প্রতিবেদনের সঙ্গেই দেওয়া রইল ভিডিও। অদ্ভুত ভাবে ঠিক এর আগের বলেই অত্যন্ত সহজ ক্যাচ হাতছাড়া করেছিলেন বুমরা। ইংল্য়ান্ড ক্রিকেট এই ক্যাচের তারিফ করে ভিডিও টুইট করেছে।
এজবাস্টন টেস্টে ভারতের প্রথম ইনিংস শেষ হয়েছিল ৪১৬ রানে। ইংল্যান্ড শুরুতেই বিপাকে পড়ে যায়। ৮৪ রান তুলতে গিয়েই বেন স্টোকদের ৫ উইকেট চলে গিয়েছিল গতকাল। ৩৩২ রানে পিছিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। অপরাজিত দুই ব্যাটার জনি বেয়ারস্টো (১২) ও বেন স্টোকস ইনিংস শুরু করেছিলেন। স্টোকস ফিরে গেলেও ক্রিজে জমে গিয়েছেন বেয়ারস্টো। ৯১ রানে অপরাজিত আছেন ব্রিটিশ ব্যাটার। তাঁর সঙ্গে ৭ রানে অপরাজিত আছেন স্য়াম বিলিংস। মধ্যাহ্ণ ভোজের বিরতিতে ইংল্যান্ড ৬ উইকেট হারিয়ে ২০০ রান তুলেছে। ২১৬ রানে এখনও পিছিয়ে তারা। বার্মিংহ্যামে ফের ব্যাট করছে বৃষ্টি। যার জন্য বন্ধ আছে খেলা। গতকালও দাপট দেখিয়েছিল বৃষ্টি।
আরও পড়ুন: Yuvraj Singh-Jasprit Bumrah: ডারবান থেকে বার্মিংহ্যাম! যে পথে ইতিহাস যুবরাজ-বুমরার
আরও পড়ুন: Bumrah-Lara: ১৯ বছর পর বুমরা ভেঙেছেন লারার রেকর্ড! কী বললেন ক্যারিবিয়ান কিংবদন্তি?
আরও পড়ুন: Jasprit Bumrah, ENG vs IND: বুমরা না যুবরাজ? ৩৫ রান দেখে টুইট করলেন সচিন তেন্ডুলকর
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)