ক্রীড়া সঞ্চালিকা Sanjana-র সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন Jasprit Bumrah

গোয়ায় বিয়ে সারলেন জসপ্রীত-সঞ্জনা।

Updated By: Mar 15, 2021, 04:49 PM IST
ক্রীড়া সঞ্চালিকা Sanjana-র সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন Jasprit Bumrah

নিজস্ব প্রতিবেদন: জল্পনার অবসান। সোমবার সাত পাকে বাঁধা পড়লেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। গোয়ার একটি হোটেলে ক্রীড়া চ্যানেলের সঞ্চালিকা সঞ্জনা গণেশনের (Sanjana Ganesan) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ভারতের তরুণ পেসার।   

বর-কনের পরিবার ও বন্ধুবান্ধবরাই আমন্ত্রিত ছিলেন বিয়েতে। টুইটারে দু'টি ছবিপ্রকাশ করে বুমরা (Jasprit Bumrah) লিখেছেন,'প্রকৃত ভালোবাসার যোগ্য হলে আপনাকে পথ দেখায়। ভালোবাসার জন্যই আমরা নতুন যাত্রা শুরু করলাম। আজ আমাদের জীবনের অন্যতম সুখকর দিন। আপনাদের সঙ্গে বিয়ের খবর ও আনন্দ ভাগ করে নিতে পেরে আমরা ধন্য় মনে করছি।' একই কথাই লিখেছেন সঞ্জনা (Sanjana Ganesan)। 

 

গুজরাটে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দিন-রাতের টেস্ট খেলার পর ছুটি নিয়েছিলেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। খেলেননি ফাইনাল টেস্ট ম্যাচ। টি-২০ সিরিজেও নেই তিনি। তাঁর বিয়ে নিয়ে গুঞ্জন চলছিলই। কিন্তু, গোপনীয়তা ধরে রেখেছিলেন জসপ্রীত-সঞ্জনা। বলে রাখি, বিসিসিআই-র একটি অনুষ্ঠানে ক্রীড়া সঞ্চালিকা সঞ্জনা গণেশনের সঙ্গে আলাপ হয়েছিল বুমরার।  

আরও পড়ুন- ফের Amitabh Bachchan-র চোখে অস্ত্রোপচার

.