Jasprit Bumrah: চাহালকে পিছনে ফেলে দেশের জার্সিতে অনন্য রেকর্ড বুমরার

ভারতের হয়ে ৫৪টি টি-২০ ম্যাচে বুমরার ঝুলিতে চলে এল ৬৪টি উইকেট। 

Updated By: Nov 5, 2021, 11:27 PM IST
Jasprit Bumrah: চাহালকে পিছনে ফেলে দেশের জার্সিতে অনন্য রেকর্ড বুমরার
জসপ্রীত বুমরা

নিজস্ব প্রতিবেদন: অবশেষে সেই বহু প্রতীক্ষিত রেকর্ডটি করে ফেললেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। যুজবেন্দ্র চাহালকে (Yuzvendra Chahal) টপকে আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে দেশের সর্বোচ্চ উইকেট শিকারি হয়ে গেলেন দেশের এক নম্বর ফাস্টবোলার। শুক্রবার দুবাইয়ে স্কটল্যান্ডের বিরুদ্ধে জোড়া উইকেট নিয়ে অনন্য মাইলস্টোন স্থাপন করলেন বুমরা।

ভারতের হয়ে ৫৪টি টি-২০ ম্যাচে বুমরার ঝুলিতে চলে এল ৬৪টি উইকেট। ৪৯ ম্যাচে ৬৩টি উইকেট আছে চাহালের। টি-২০ বিশ্বকাপ শুরু হওয়া থেকেই বুমরা এই রেকর্ড করতে চলেছেন বলে 'রেকর্ড অ্যালার্ট' ছিল। চলতি কুড়ি ওভারের বিশ্বকাপের চতুর্থ ম্যাচে বুমরা সেই রেকর্ড করে ফেললেন।

আরও পড়ুন: WT20: কেন ৭ নভেম্বরের অপেক্ষায় রয়েছেন Virat Kohli?

চলতি টি-২০ বিশ্বকাপের আগে বুমরা দেশের হয়ে শেষবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে খেলেছিলেন দেশের হয়ে। পাঁচ ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজ হয়েছিল গতবছর জানুয়ারি মাসে। দেখতে গেলে প্রায় এক বছরেরও বেশি সময় পর প্রত্য়াবর্তন করছেন বুমরা। দেশের তারকা পেসার বুমরা ভারতের জার্সিতে ২৪টি টেস্ট খেলে ১০১টি উইকেট নিয়েছেন। ৬৭টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে ১০৮টি উইকেট রয়েছে বুমরার। 

আরও পড়ুন: T20 World Cup: এখন কোন অঙ্কে শেষ চারে যেতে পারে India ?

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)     

.