Jasprit Bumrah | MI vs DC | IPL 2024: বুম...বুম...বুমরা... লিগের ইতিহাসে মহানক্ষত্র, মাইলস্টোনের পর মাইলস্টোন

Jasprit Bumrah becomes 2nd Indian pacer to pick 150 IPL wickets MI vs DC IPL 2024: করে দেখালেন জসপ্রীত বুমরা। দেশের বোলিং সুপারস্টারের নাম লেখা হল আইপিএল ইতিহাসে।  

Updated By: Apr 7, 2024, 08:47 PM IST
Jasprit Bumrah | MI vs DC | IPL 2024: বুম...বুম...বুমরা... লিগের ইতিহাসে মহানক্ষত্র, মাইলস্টোনের পর মাইলস্টোন
ইতিহাস লিখলেন বুমরা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তিনি জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। কোনও বিশেষণেরই আর প্রয়োজন নেই। এই প্রজন্মের তো বটেই সর্বকালের অন্যতম সেরাদেরই একজন তিনি। ক্রিকেটের তিন ফরম্য়াটে তাঁর দক্ষতা প্রশ্নাতীত। বলের রং সাদা হোক বা লাল, বুমরা মানেই প্রতিনিয়ত বুম...বুম...পারফরম্য়ান্স। আহমেদাবাদের বছর তিরিশের বাসিন্দার নাম লেখা হল আইপিএল ইতিহাসে। রবিবাসরীয় আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে দিল্লি ক্য়াপিটালসের (MI vs DC, IPL 2024) বিরুদ্ধে বুমরা করে গেলেন পরপর রেকর্ড। 

আরও পড়ুন: কোনও ভারতীয় পারেননি অতীতে, করে দেখালেন বুম...বুম...বুমরা!

কী কী করলেন বুমরা? ভুবনেশ্বর কুমারের পর দ্বিতীয় ভারতীয় পেসার হিসেবে ১৫০ আইপিএল উইকেট নিলেন। তৃতীয় দ্রুততম বোলার হিসেবে এই রেকর্ড হল তাঁর। অভিষেক পোড়েলকে এদিন আউট করার সঙ্গেই বুমরা তৈরি করলেন মাইলস্টোন। বুমরা এদিন নির্দিষ্ট কোটার বল করে দুই উইকেট নিয়েছেন। খরচ করেছেন ২২ রান। পোড়েল ছাড়া তাঁর শিকার পৃথ্বী শ। ১২৫ নম্বর আইপিএল ম্য়াচে বুমরার এল ১৫০ নম্বর উইকেট। ২০১৩ সালে মুম্বইয়ের জার্সিতে আইপিএল কেরিয়ার শুরু করেন বুমরা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলেন তিনি। বিচিত্র অ্য়াকশন ও পেসের সঙ্গেই বুমরা লাইমলাইটে এসেছিলেন অভিষেক ম্যাচে বিরাট কোহলির উইকেট নিয়ে। তারপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি বুমরাকে। খুলে যায় আন্তর্জাতিক ক্রিকেটের দরজাও। আজ তিনি দেশের জার্সি এবং আইপিএল ফ্র্যাঞ্চাইজির অবিচ্ছেদ্য অঙ্গ।

দেখতে গেলে একেবারেই সময় সঙ্গ দিচ্ছিল না হার্দিক পাণ্ডিয়ার। মুম্বই ইন্ডিয়ান্সের দায়িত্ব নেওয়ার পর থেকেই তাঁর সঙ্গী হয়েছিল শুধুই বিদ্রুপ ও টিটকিরি! দলের অতীতের গরিমা ও বর্তমান পরিস্থিতি যেন মেলানোই যাচ্ছিল না! টানা তিন ম্য়াচ হেরে ধুঁকছিল পাঁচবারের চ্য়াম্পিয়নরা। একেবারে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল নীতা আম্বানির ফ্র্যাঞ্চাইজির। এদিন দারুণ ভাবে ঘুরে দাঁড়াল মুম্বই। অবশেষে বসে যাওয়া রথের চাকা ঘুরল হার্দিকদের। মুম্বই ২৯ রানে দিল্লিকে হারিয়ে মরসুমের প্রথম জয়ের মুখ দেখল।

আরও পড়ুন: অবশেষে জিতল মুম্বই, আলোচনায় শুধুই 'শেফার্ড শো', বেদম প্রহারের ওভারে ৪,৬,৬,৬,৪,৬!

 
 
Loaded2.67%
 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.