IPL 2020: মহাসমস্যায় মুম্বই! আমিরশাহি আইপিএল-এ নেই মালিঙ্গা
ব্যক্তিগত কারণে আমিরশাহি আইপিএল থেকে নাম তুলে নিলেন টুনামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি।
নিজস্ব প্রতিবেদন: আইপিএল শুরুর আগে এবার ধাক্কা খেল মুম্বাই ইন্ডিয়ান্স। গত আইপিএল ফাইনালে শেষ ওভারে জেতানোর কারিগর লাসিথ মালিঙ্গাকে এবার পাবে না মুম্বাই ইন্ডিয়ান্স। ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকে সরে দাঁড়ালেন তিনি। মালিঙ্গার পরিবর্তে অস্ট্রেলিয়ার পেসার জেমস প্যাটিনসনকে দলে নিল মুম্বই।
আইপিএল-এ ১২২ ম্যাচ খেলে ১৭০ টি উইকেট নিয়েছেন লাসিথ মালিঙ্গা। আইপিএল-এর সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। ব্যক্তিগত কারণে আমিরশাহি আইপিএল থেকে নাম তুলে নিলেন টুনামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি। জানা গিয়েছে, এই সপ্তাহে আবুধাবিতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল লঙ্কান পেসারের। কিন্তু বাবার অসুস্থতার জন্য মালিঙ্গা সরে দাঁড়ালেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। জানা গিয়েছে মালিঙ্গার বাবা গুরুতর অসুস্থ। আগামী দিনে তাঁর অস্ত্রোপচার করতে হতে পারে! এই সময় মালিঙ্গা তাঁর বাবার সঙ্গে থাকতে চাইছেন। সেই কারণে এবার আমিরশাহিতে আইপিএল খেলতে যাচ্ছেন না। বাবার অসুস্থতার জন্য প্রাথমিক শিবিরেও রোহিত শর্মাদের সঙ্গে যোগ দেননি লঙ্কান পেসার। তবে মালিঙ্গার পরিবর্তে জেমস প্যাটিনসনকে আইপিএলে পাচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স।
আরও পড়ুন- IPL 2020: দুবাইয়ে দুশ্চিন্তা! বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা; মহাবিপদে বিসিসিআই