James Anderson | Shubman Gill: স্লেজিং মাঠেই রেখেছিলেন শুভমন! তবে ব্রিটিশ কিংবদন্তি মুখ খুললেন...

James Anderson reveals sledging episode with Shubman Gill: মাঠের বিবাদ মাঠেই রাখতে চেয়েছিলেন শুভমন গিল। কিন্তু জেমস অ্যান্ডারসন এবার বলেই ফেললেন।

Updated By: Mar 13, 2024, 09:02 PM IST
James Anderson | Shubman Gill: স্লেজিং মাঠেই রেখেছিলেন শুভমন! তবে ব্রিটিশ কিংবদন্তি মুখ খুললেন...
জেমস অ্যান্ডারসন এবার মুখ খুললেন

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি ভারত ৪-১ ব্য়বধানে ইংল্য়ান্ডকে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজে হারিয়েছে। সিরিজের অন্তিম তথা পঞ্চম টেস্ট হয়েছিল ধরমশলার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্য়াসোসিয়েশন স্টেডিয়ামে। পাঁচদিনের টেস্ট তিনদিনে শেষ করে দিয়েছিল ভারত। শৈলশহরে ভারত ইনিংস ও ৬৪ রানে জিতে নেয়। নির্বিষ একপেশে ম্য়াচে আলোচনায় হয়েছিল জেমস অ্য়ান্ডারসন ও শুভমন গিলের (James Anderson vs Shubman Gill) স্লেজিং পর্ব নিয়ে।

খেলার তৃতীয় দিনে কিংবদন্তি ব্রিটিশ বোলার কিছু একটা বলেছিলেন ভারতের তরুণ তারকাকে। জবাবে শুভমনও কিছু বলেছিলেন। খেলা শেষে যখন শুভমনকে প্রশ্ন করা হয়েছিল যে, অ্যান্ডারসনের সঙ্গে তাঁর স্লেজিং নিয়ে কিছু বলার জন্য়। তখন শুভমন সাংবাদিকদের বলেছিলেন, 'আমাদের দু'জনের জন্য় বিষয়টি ব্য়ক্তিগত রাখা ভালোই।'

আরও পড়ুন: BPL Payday: টাকার লোভেই টলে গেলেন! বিয়ে পিছোলেন প্রোটিয়া রত্ন, খেলেন শুভমনের সঙ্গেও

৭০০ উইকেটের মালিক কিন্তু ইস্যুটি জিইয়ে রাখলেন। তিনি বিবিসি-র টেলএন্ডার পডকাস্টে বলেন, 'আমি শুভমনকে বলেছিলাম যে, তুমি ভারতের বাইরে রান পাও? যার উত্তরে ও আমাকে বলেছিল আমার অবসরের সময় এসেছে। এর ঠিক দু'বল পরেই আমি ওকে আউট করেছিলাম।' ধরমশালায় শুভমন ১১০ রান করে আউট হয়ে যান। অ্যান্ডারসন ক্লিন বোল্ড করে দেন তাঁকে।

অ্যান্ডারসন ধরমশালা টেস্টে ইতিহাস লিখেছেন। সর্বকালের অন্যতম সেরা বোলার অ্যান্ডারসন। প্রায় দেড়শ বছরের টেস্ট ইতিহাসে প্রথম পেসার হিসেবে তিনি ৭০০ উইকেটের মাইলফলক স্থাপন করেছেন। ৭০০ উইকেট পাওয়ার মুহূর্ত ভীষণ সুন্দর করে দিয়েছিল ছবির মতো সুন্দর একটি মাঠ। তাঁর বাবা-মা মাঠেই ছিলেন। ছেলের কৃতিত্বে বাবা বেশি রোমাঞ্চিত হয়েছিলেন। এই ঐতিহাসিক কৃতিত্বের সেলিব্রেশেনে তাঁরা একসঙ্গে রাতে মদ্য়পান করেছিলেন।

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.