ভারতীয় ক্রিকেটে ফের শুরু ডালমিয়া রাজ

১০ বছর। ১০ বছর আগে যেখান থেকে অপমানিত, নিঃস্ব হয়ে ফিরতে হয়েছিল জগমোহন ডালমিয়াকে আজ ফের আরও একবার বিসিসিআই-এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন ভারতীয় ক্রিকেটের একদা সর্বময় কর্তা জগমোহন ডালমিয়া। সোমবার চেন্নাইয়ে ভারতীয় বোর্ডের বার্ষিক জেনেরাল মিটিংয়ে সর্বসম্মতিক্রমে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি।

Updated By: Mar 2, 2015, 10:36 PM IST
 ভারতীয় ক্রিকেটে ফের শুরু ডালমিয়া রাজ

ওয়েব ডেস্ক: ১০ বছর। ১০ বছর আগে যেখান থেকে অপমানিত, নিঃস্ব হয়ে ফিরতে হয়েছিল জগমোহন ডালমিয়াকে আজ ফের আরও একবার বিসিসিআই-এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন ভারতীয় ক্রিকেটের একদা সর্বময় কর্তা জগমোহন ডালমিয়া। সোমবার চেন্নাইয়ে ভারতীয় বোর্ডের বার্ষিক জেনেরাল মিটিংয়ে সর্বসম্মতিক্রমে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি।

শ্রীনি, শরদ পাওয়ারের অনুপস্থিতে বিসিসিআই-এ ডালমিয়া রাজের সূচনাটা গতকালই স্পষ্ট হয়ে যায়। আজ তাতে পাকাপাকি শীলমোহর পড়ল মাত্র।

হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান অনুরাগ ঠাকুর সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন। টিসি ম্যাথুউজ ভাইস প্রেসিডেন্ট। ঝাড়খণ্ডের ক্রিকেট প্রধান অমিতাভ চৌধুরি যুগ্ম সচিব ও হরিয়াণার অনিরুধ চৌধরি কোষাধক্ষ্য পদ দখল করেছেন।

আইপিএক স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পড়ার পর ২০১৩ সালে কিছুটা নিরুপায় হয়ে শ্রীনিবাসনকে বিসিসিআই-এর প্রেসিডেন্ট পদ ছাড়তে হয়। একদা বিরোধী পক্ষ ডালমিয়াকে বিপাকে পড়ে 'নিজের লোক'  বিসিসিআই-এর অস্থায়ী প্রেসিডেন্ট পদে বসান সেই শ্রীনিই।

একসময় আইসিসি-এর প্রেসিডেন্ট ডালমিয়াকে ২০০৪ সালে রীতিমত অপদস্থ হয়ে বিসিসিআই-এর পদ ছাড়তে হয়।
 

 

.