সোমবার রাতে মুখোমুখি ইউরোপের দুই হাই প্রোফাইল দেশ ইতালি ও স্পেন

সোমবার রাতে ইউরোয় প্রি-কোয়ার্টার ফাইনালে মেগা লড়াই। সেন্ট ডেনিস স্টেডিয়ামে মুখোমুখি ইউরোপের দুই হাইপ্রোফাইল দেশ ইতালি ও স্পেন। আজুরির জমাট রক্ষণ বনাম স্প্যানিশ তিকিতাকার দ্বৈরথ দেখার অপেক্ষায় ফুটবল দুনিয়া। গত দুবারের ইউরোয় ইতালির পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল স্প্যানিশ আর্মাডা। শেষ ইউরোয় ফাইনালে আজুরিকে চার-শূন্য গোলে উড়িয়ে দিয়েছিল দেল বস্ক ব্রিগেড। ফুটবল বিশ্বে তখন রাজত্ব করছে তিকিতাকা। এবার তাই বদলার ম্যাচে বুঁফোদের সামনে। ইউরোপে ইনিয়েস্তাদের রাজত্ব থামিয়ে প্রতিশোধ নিতে চান

Updated By: Jun 26, 2016, 08:17 PM IST
সোমবার রাতে মুখোমুখি ইউরোপের দুই হাই প্রোফাইল দেশ ইতালি ও স্পেন

ওয়েব ডেস্ক: সোমবার রাতে ইউরোয় প্রি-কোয়ার্টার ফাইনালে মেগা লড়াই। সেন্ট ডেনিস স্টেডিয়ামে মুখোমুখি ইউরোপের দুই হাইপ্রোফাইল দেশ ইতালি ও স্পেন। আজুরির জমাট রক্ষণ বনাম স্প্যানিশ তিকিতাকার দ্বৈরথ দেখার অপেক্ষায় ফুটবল দুনিয়া। গত দুবারের ইউরোয় ইতালির পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল স্প্যানিশ আর্মাডা। শেষ ইউরোয় ফাইনালে আজুরিকে চার-শূন্য গোলে উড়িয়ে দিয়েছিল দেল বস্ক ব্রিগেড। ফুটবল বিশ্বে তখন রাজত্ব করছে তিকিতাকা। এবার তাই বদলার ম্যাচে বুঁফোদের সামনে। ইউরোপে ইনিয়েস্তাদের রাজত্ব থামিয়ে প্রতিশোধ নিতে চান

অতীতে তিরিশবার মুখোমুখি হয়েছে ইউরোপের শক্তিশালী এই দুই দেশ। এগারোবার জিতেছে স্পেন। আটবার জয় পেয়েছে ইতালি। এগারোটি ম্যাচ অমিমাংসিত ভাবে শেষ হয়েছে।

.