ইতালিতে ফুটবল ফিরলেও ২০২১ সাল পর্যন্ত স্টেডিয়ামের দরজা সমর্থকদের জন্য বন্ধ!
মারণ ভাইরাসের জন্য মার্চ মাস থেকে ইতালিতে খেলা বন্ধ। খুব শীঘ্রই বৈঠক করে লিগ শুরুর পরিকল্পনা চূড়ান্ত করবে ইতালিয়ান ফুটবল ফেডারেশন।
নিজস্ব প্রতিবেদন: ইতালি জুড়ে করোনা ত্রাস। মৃত্যুমিছিল এখনও অব্যাহত ইউরোপের এই দেশে। তার মধ্যেই ফুটবল মাঠে ফুটবল খেলা শুরু করতে উদ্যোগী হল সে দেশের ফুটবল ফেডারেশন।
মে মাসের শেষ দিকে পুনরায় লিগ শুরু করার পরিকল্পনা রয়েছে তাঁদের। তবে মাঠে ফুটবল ফিরলেও সমর্থকদের জন্য খারাপ খবর থাকছেই। ২০২১ সাল পর্যন্ত স্টেডিয়ামের দরজা বন্ধ রাখার পরিকল্পনা। সে ক্ষেত্রে এই মরশুম তো বটেই নতুন মরশুমেরও অনেকটা সময় স্টেডিয়ামে বসে রোনাল্ডোদের খেলা দেখা যাবে না।
#WATCH: Francesco Bongarrà in #Rome for Arab News, sharing the latest news from #Italy in its fight against #Coronavirus
Read his latest article here: https://t.co/RBxwCkzF4n pic.twitter.com/EdTANAypXt
— Arab News (@arabnews) April 14, 2020
মারণ ভাইরাসের জন্য মার্চ মাস থেকে ইতালিতে খেলা বন্ধ। খুব শীঘ্রই বৈঠক করে লিগ শুরুর পরিকল্পনা চূড়ান্ত করবে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। মে মাসের শুরুতে সব ফুটবলারদের টেস্ট করার ভাবনাও রয়েছে। তারপরই শুরু হতে পারে অসমাপ্ত লিগ।
আরও পড়ুন - বেবি আমি তোমার কে? হার্দিকের এই প্রশ্নের উত্তরে নাতাশা কী বললেন, জানেন