মাদ্রিদের মাঠে ISL ট্রফির প্রদর্শন, ATK-কে হাততালি দিয়ে কুর্নিশ জানালেন মেসি
বিরল মুহুর্ত। লিওনেল মেসির সামনে অ্যাটলেটিকো মাদ্রিদের হোম গ্রাউন্ডে ইন্ডিয়ান সুপার লিগের চ্যাম্পিয়ন ট্রফি প্রদর্শন করলেন অর্ণব মন্ডল-রহিম নবি-রা।
ব্যুরো: বিরল মুহুর্ত। লিওনেল মেসির সামনে অ্যাটলেটিকো মাদ্রিদের হোম গ্রাউন্ডে ইন্ডিয়ান সুপার লিগের চ্যাম্পিয়ন ট্রফি প্রদর্শন করলেন অর্ণব মন্ডল-রহিম নবি-রা।
শনিবার রাতে লা লিগার ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হয়েছিল ইউরোপ সেরা বার্সেলোনা। ম্যাচ শুরুর ঠিক আগে ট্রফি নিয়ে ভিসেন্টে ক্যালডেরনে প্রবেশ করেন অ্যাটলেটিকো কলকাতার ফুটবলার-রা। চ্যাম্পিয়নশিপ ট্রফি ছিল অর্ণব মন্ডল আর ইয়ান হিউমের হাতে। কলকাতা দলের ফুটবলারদের সামনে তখন বসে লিও মেসি।
প্রথম একাদশে না থাকায় রিজার্ভ বেঞ্চে তখন বসেছিলেন আর্জেন্টিনীয় সুপারস্টার। মাঠ ভর্তি দর্শকদের মতই মেসিও হাততালি দিয়ে কুর্নিশ জানান টিম অ্যাটলেটিকোকে। মাঠে ঢুকে আইএসএল ট্রফির রেপ্লিকা অ্যাটলেটিকো মাদ্রিদের সভাপতির হাতে তুলে দেওয়া হয় সৌরভের দলের পক্ষ থেকে। যা শোভা পাবে অ্যাটলেটিকো মাদ্রিদের ট্রফি ক্যাবিনেটে। ম্যাচের আগে অ্যাটলেটিকো কোচ সিমিওনে সহ ফুটবলারদের সঙ্গে দেখা করেন অ্যাটলেটিকো ফুটবলার-রা। আগামী সপ্তাহে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে একদিন অনুশীলন করার কথা অ্যাটলেটিকো দি কলকাতার। ফলে সিমিওনের কাছে ফুটবলের তালিম নেওয়ার সুযোগ পাবে টিম ATK।