ISL 2020-21: এক যুগ পর লাল-হলুদে Subrata Paul, লোনে হায়দরাবাদে Sankar Roy
এর আগে ২০০৭-২০০৯ পর্যন্ত ইস্টবেঙ্গলে খেলেছিলেন সুব্রত পাল।
নিজস্ব প্রতিবেদন: এক যুগ পর আবার লাল-হলুদে গোলকিপার সুব্রত পাল। জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে হায়দরাবাদ এফসি থেকে এসসি ইস্টবেঙ্গলে এলেন সোদপুরের মিষ্টু। এসসি ইস্টবেঙ্গল থেকে হায়দরাবাদ এফসি-তে গেলেন শঙ্কর রায়।
কেরালা ব্লাস্টার্সের কাছে ০-২ গোলে হারার পর থেকে হায়দরাবাদ এফসি-র গোলের নিচে দেখা আর যায়নি সুব্রত পালকে। ৩৪ বছর বয়সী গোলরক্ষক এবার আইএসএলে ৬টি ম্যাচ খেলেন। এরপর হাঁটুর চোট পান। ফিট হলেও হায়দরাবাদের প্রথম এগারোতে আর জায়গা হয়নি তাঁর। এরপর সোয়াপ ডিলের মাধ্যমে এসসি ইস্টবেঙ্গলে সুব্রত পাল আর হায়দরাবাদ এফসি-তে শঙ্কর রায়। সই পর্ব অবশ্য বাকি আছে। এর আগে ২০০৭-২০০৯ পর্যন্ত ইস্টবেঙ্গলে খেলেছিলেন সুব্রত পাল।
আরও পড়ুন - স্মিথদের সঙ্গে এক লিফটে জায়গা হত না ভারতীয় ক্রিকেটারদের, বোমা ফাটালেন Ashwin
এসসি ইস্টবেঙ্গলে এলেও প্রথম এগারোতে সুযোগ পাওয়া বেশ কঠিন সুব্রত পালের। কারণ দেবজিৎ মজুমদার যে ফর্মে রয়েছেন তাতে তাঁকে বসিয়ে সুব্রতকে খেলানোর কথা হয়তো এখনই ভাববে না লাল-হলুদ ম্যানেজমেন্ট। চলতি আইএসএলে ৪৫টি সেভ করে সবার উপরে দেবজিৎ।
আরও পড়ুন - সিডনিতে দু'টো Injection নিয়ে ব্যাটিং করেছিলেন Rishabh Pant