ISL 2024-25: মোহন-মুম্বই ম্যাচে যুবভারতীতে উদ্বোধন, কবে নামছে ইস্টবেঙ্গল-মহামেডান? এবার ৬ ডার্বি
ISL 2024-25 season to begin with Mohun Bagan SG vs Mumbai City: গত মরসুমের ফাইনাল দিয়েই এবারের লিগের উদ্ধোধন। পুজোর আগেই ফুটবল পুজোর ঢাকে কাঠি পড়ে গেল।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রতীক্ষার অবসান। দেশের ফুটবল মহোৎসবের ঢাকে কাঠি পড়ে গেল। রবি সন্ধায় ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট লিমিটেড (Football Sports Development Limited) ওরফে (FSDL) ২০২৪-২৫ মরসুমের ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2024-25) সূচি ঘোষণা করে দিল ডিসেম্বর পর্যন্ত।
আগামী ১৩ সেপ্টেম্বর লিগের পর্দা উঠছে। সেদিন উদ্বোধনী ম্যাচ খাস কলকাতায়। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে গতবারের লিগ শিল্ড জয়ী মোহনবাগান সুপার জায়ান্ট এবং শিরোপা জয়ী মুম্বই সিটি এফসি মুখোমুখি হচ্ছে। যার মানে গত মরসুমের ফাইনালের ফের একবার পুনরাবৃত্তি।
প্রথম সপ্তাহে ওড়িশা এফসির বিরুদ্ধে খেলবে চেন্নাইয়িন এফসি। বেঙ্গালুরু এফসি মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল এফসির। সুনীল ছেত্রীদের ঘরের মাঠ বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে খেলবেন ক্লেটন সিলভারা। মরসুমের প্রথম ডাবল হেডার (এক দিনে দুই খেলা) হবে শনিবার। ১৪ সেপ্টেম্বর ম্যাচগুলি শুরু হবে যথাক্রমে বিকেল ৫টা ও সন্ধ্যা ৭.৩০-এ।
অন্যদিকে, ১৫ সেপ্টেম্বর (রবিবার) পঞ্জাব এফসি নিজেদের মাঠ কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে স্বাগত জানাবে কেরালা ব্লাস্টার্স এফসিকে। হায়দরাবাদ এফসি (হায়দরাবাদের সূচি এআইএফএফ ক্লাব লাইসেন্সিং পাশ করার উপর নির্ভরশীল) তাদের প্রথম ম্যাচ খেলবে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। ১৯ সেপ্টেম্বর, এটি হবে তাদের অ্যাওয়ে ম্যাচ।
গতবার আই-লিগে জিতে আইএসএলে পা রেখেছে মহামেডান। এবার বহু প্রতীক্ষিত আইএসএল। কারণ তিন প্রধানই খেলছে লিগে। প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করবে তিন প্রধানের উপস্থিতি। সাদা-কালো ব্রিগেডের অভিযান শুরু হচ্ছে নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে। ১৬ই সেপ্টেম্বর (সোমবার) কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে মহামেডান খেলবে নর্থইস্টের বিরুদ্ধে।
এই মরসুমে কলকাতার ফুটবল ভক্তরা হাফ ডজন ডার্বি দেখতে চলেছেন। প্রথম দু’টি ডার্বি অক্টোবরে। ৫ অক্টোবর (শনিবার) মোহনবাগান বনাম মহামেডান। এবং তারপর ১৯ অক্টোবরও (শনিবার) ডার্বি! এবার ঘটি বনাম বাঙালের লড়াই। দুই চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান।
টিভিতে স্পোর্টস ১৮ এবং অনলাইনে জিও সিনেমায় সরাসরি সম্প্রচার করবে আইএসএল
আইএসএল সূচি দেখতে এখানে ক্লিক করুন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)