ISL 2022, SC East Bengal vs Hyderabad: ওগবেচের হ্যাটট্রিক, ৪ গোল খেল এসসি ইস্টবেঙ্গল
ওগবেচে আগুনে ঝলসে গেল লাল-হলুদ ব্রিগেড!
নিজস্ব প্রতিবেদন: ৩৪৭ দিন পর আইএসএলে (ISL 2022) জয়ের মুখ দেখা এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal) আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছিল হায়দরাবাদ এফসি-র (Hyderabad FC) বিরুদ্ধে নামার আগে। কিন্তু সোমবার গোয়ার তিলক ময়দানে বার্থোলোমিউ ওগবেচে ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেল মারিও রিভেরার (Mario Rivera) লাল-হলুদ। ৩৭ বছরের নাইজেরিয়ান ফরোয়ার্ড এদিন আগুনে ফুটবল খেলে করলেন হ্যাটট্রিক। তাঁর তিন গোলের সৌজন্য়ে নিজামের শহরের দল ৪-০ উড়িয়ে দিল লেসলি ক্লডিয়াস সরণীর ঐতিহ্যবাহী ক্লাবকে।
(@IndSuperLeague) January 24, 2022
— Indian Super League (@IndSuperLeague) January 24, 2022
এদিন তিলক ময়দানে ম্যাচ শুরুর আগে প্রয়াত প্রাক্তন কিংবদন্তি ফুটবলার সুভাষ ভৌমিকের (Subhash Bhowmick) স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। রিভেরার শিষ্যরা সুভাষ ভৌমিকের শ্রদ্ধায় কালো আর্ম ব্যান্ড বেঁধেই নেমেছিলেন আইএসএলের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে সেই ভিডিও পোস্ট করাও হয়। এদিন ম্যাচের ২১ মিনিটে হাওকিপের আত্মঘাতী গোলে শুরুতেই পিছিয়ে পড়ে এসসি ইস্টবেঙ্গল। কর্ণার থেকে ওগবেচে বক্সে বল হেড করেন। বল হাওকিপের গায়ে লেগে গোলরক্ষক অরিন্দমের হাতে লেগে জালে বল জড়িয়ে যায়। জঘন্য গোলকিপিং বললেও কম বলা হয়। গোলদাতা হিসাবে ওগবেচের নামই স্কোরশিটে লেখা হয়ে যায়। ম্য়াচের শুরু থেকেই হায়দরবাদের কর্নার ইস্টবেঙ্গলকে বারবার সমস্যায় ফেলেছিল, অবশেষে ফায়দা তুলে আনে হায়দরাবাদ। এরপর ৪৪ মিনিটে ফের ওগবেচে গোল করেন। হতশ্রী রক্ষণের সুযোগ কাজে লাগিয়ে একপ্রকার ফাঁকায় গোল করে বেরিয়ে যান ওগবেচে। প্রথমার্ধের যোগ করা সময়ে ফের হায়দরবাদের আক্রমণ তছনছ করে দেয় লাল-হলুদের ডিফেন্স। অনিকে যাদব দুরন্ত শটে অরিন্দমকে পরাস্ত করেন। প্রথমার্ধে ৩-০ এগিয়ে ম্যাচ পকেটে পুরে ফেলেছিল হায়দরাবাদ। ৭৪ মিনিটে ওগবেচের গোল ইস্টবেঙ্গলের কফিনে শেষ পেরেক পুঁতে দেয়। এর পরের ম্যাচেই এসসি ইস্টবেঙ্গল খেলবে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)