ISL 2021-22: Sandesh Jhingan ফিরলেন ATK Mohun Bagan-এ

২৪ ঘণ্টার খবরেই সিলমোহর। সন্দেশ ঝিঙ্গান ফিরলেন এটিকে মোহনবাগানে।

Updated By: Jan 6, 2022, 05:28 PM IST
ISL 2021-22: Sandesh Jhingan ফিরলেন ATK Mohun Bagan-এ
সন্দেশ ঝিঙ্গান

নিজস্ব প্রতিবেদন: গত ২ জানুয়ারি ২৪ ঘণ্টা ডিজিটালে প্রকাশিত রিপোর্টেই সিলমোহর দিল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। সবুজ-মেরুন জার্সিতে ফিরলেন সন্দেশ ঝিঙ্গান (Sandesh Jhingan)। জাতীয় দলের অন্যতম সেরা ডিফেন্ডার বাকি মরশুম ক্লাবের জার্সিতেই খেলবেন বলে জানিয়ে দেওয়া হয়েছে এটিকে এমবি-র পক্ষ থেকে। সেক্ষেত্রে সন্দেশ ও তিরি জুটিকে ফের একবার ৯০ মিনিটের যুদ্ধে দেখা যাবে। জানুয়ারি মাসের দ্বিতীয় ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়েই সন্দেশকে ঘরে ফেরাল জুয়ান ফার্নান্দোর টিম।

আরও পড়ুন: ISL 2021-22, ATKMB vs HFC: শেষ মুহূর্তের ভুলে তিন পয়েন্ট ফেলে এল এটিকে মোহনবাগান

ক্রোয়েশিয়ার (Croatia) প্রথম ডিভিশনের ক্লাব এইচএনকে সিবেনিকে (HNK Šibenik) খেলতে গিয়েছিলেন সন্দেশ।কিন্তু নতুন ক্লাবে যোগ দেওয়ার দিন তিনেক পরই চোটের কবলে পড়েছিলেন সন্দেশ। সিবেনিকের হয়ে রিজেকা এফসির বিরুদ্ধে প্রথম মাঠে নামার কথা ছিল সন্দেশের। কিন্তু এর আগে অনুশীলন করার সময় কাফ মাশলে চোট পেয়েছিলেন তিনি। এরপর চোট সারিয়ে তিন ম্যাচে বেঞ্চে জায়গা পেলেও মাঠে নামার সুযোগ পাননি। ক্লাবের শেষ পাঁচ ম্যাচে তো বেঞ্চেই জায়গাই পাননি। তাই ফের একবার পুরনো ক্লাবে ফিরে এলেন সন্দেশ। ফার্নান্দোর কোচিংয়ে রয় কৃষ্ণরা গত তিন ম্যাচে ব্যাক-টু-ব্যাক জয়ের পর ড্র করেছে। এখন লিগ টেবিলের তিন নম্বরে এটিকে মোহনবাগান। ৯ ম্যাচে ১৫ পয়েন্ট তাদের ঝুলিতে। ১৮টি গোল হজম করেছে তারা। হাবাসের আমলে রক্ষণের ভগ্নপ্রায় দশাটা সামনে আসেনি, কিন্তু ফার্নান্দোকে বেহাল রক্ষণ নিয়ে কাজ করতে হচ্ছে। ফলে সন্দেশকে ফেরাতে মরিয়া হয়ে উঠেছিল সবুজ-মেরুন থিঙ্ক ট্যাঙ্ক। এবার দেখা যাক সন্দেশ ফেরায় রক্ষণের চেহারা কেমন দেখায়!

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App 

.