ISL 2021-22: ডার্বি যুদ্ধে অনিশ্চিত Roy Krishna, জানিয়ে দিলেন Juan Ferrando

চারে চার করতে মরিয়া সবুজ-মেরুন।

Updated By: Jan 28, 2022, 08:09 PM IST
ISL 2021-22: ডার্বি যুদ্ধে অনিশ্চিত Roy Krishna, জানিয়ে দিলেন Juan Ferrando
এ বার এমন ছবি দেখা যাবে না। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: আইএসএল-এর (ISL) ইতিহাসে ডার্বি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বড় ম্যাচে তিনি নজর কেড়েছেন। তবে এ বার ফিরতি ডার্বিতে অনিশ্চিত রয় কৃষ্ণা (Roy Krishna)। ৯০ মিনিটের মর্যাদার যুদ্ধে নামার আগে এমনটাই জানিয়ে দিলেন এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) হেড স্যার জুয়ান ফেরান্দো (Juan Ferando)।

ফিজি তারকার না থাকা বাইরে থেকে দলের কাছে ধাক্কা বলে মনে হলেও, শোনা যাচ্ছে ভবিষ্যতের কথা ভেবেই দলের গোল মেশিনকে এই ম্যাচে বিশ্রাম দিতে পারে টিম ম্যানেজমেন্ট। কয়েক সপ্তাহ আগে কৃষ্ণা করোনায় আক্রান্ত হয়েছিলেন। এখনও ফিজিয়ান স্ট্রাইকার পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি। সেটাই জানিয়েছেন বলেই জুয়ান ফেরান্দো।  

সাংবাদিক সম্মেলনে ফেরান্দো বলেন, “কৃষ্ণার বিষয়ে আমরা পরে সিদ্ধান্ত নেব। গত কয়েক সপ্তাহ ওর জন্য একেবারেই সুখকর কাটেনি। সারাক্ষণ নিভৃতবাসে থাকাকালীন ও নিজের পরিবারকে ভীষণ মিস করছিল। ও পুরোপুরি ফিট নয়। মাঝে মধ্যে ফুটবলারদের আড়াল করাটাও জরুরি। এক ম্যাচ খেলে তিন সপ্তাহ না খেলার থেকে, আমি চাইব ও একটা ম্যাচ না খেলে বাকিগুলো খেলুক।“

Roy Krishna

শুধু কোভিডের ধাক্কা নয়, কৃষ্ণার হ্যামস্ট্রিংয়ে সামান্য চোট রয়েছে। সেই জন্য আরও ঝুঁকি নিতে চাইছে না সবুজ-মেরুন শিবির। চলতি লিগে এখনও দশটি ম্যাচ খেলবেন প্রীতম কোটাল-মনবীর সিংরা। এরপর আছে এএফসি কাপের ম্যাচ। তাই এই তারকাকে নিয়ে ধীরেচলো নীতি নিচ্ছে টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন: ISL 2021-22: ATK Mohun Bagan না SC East Bengal ডার্বি যুদ্ধে কে এগিয়ে? দেখে নিন পরিসংখ্যান

আরও পড়ুন: Surajit Sengupta: এখন কেমন আছেন কিংবদন্তি ফুটবলার? কী বলছে মেডিক্যাল বুলেটিন!

মরশুমের প্রথম ডার্বিতে এসসি ইস্টবেঙ্গলকে তিলক ময়দানে ৩-০ গোলে হারিয়েছিল এটিকে মোহনবাগান। ১২ মিনিটে দলের হয়ে প্রথম গোলের খাতা খুলেছিলেন কৃষ্ণাই। তবে এ বার তাঁর সার্ভিস পাওয়া যাবে না। তবে রয় না থাকলেও, সবুজ-মেরুনের জন্য সুখবর ডার্বিতে বাগান রক্ষণে ফিরতে চলেছেন সন্দেশ ঝিঙ্গান। প্রায় এক বছর পর তিরির সঙ্গে জুটি বেঁধে খেলতে দেখা যাবে তাঁকে। ডার্বি খেলার অভিজ্ঞতা আছে তাঁর। শনিবারই ডার্বিতে এক অনন্য রেকর্ড গড়তে চলেছেন তিরি। প্রথম বিদেশি হিসেবে আইএসএলে ১০০টি ম্যাচ খেলার নজির গড়বেন তিরি।

বাঙালির বড় ম্যাচের অভিজ্ঞতা না থাকলেও কলকাতার ডার্বি দেখার অভিজ্ঞতা আছে ফেরান্দোর। সেই প্রসঙ্গে সবুজ-মেরুনের স্প্যানিশ কোচ বলেন, “দুই বছর আগে কলকাতার ডার্বি দেখেছি। সমর্থকদের মধ্যে বিপুল উন্মাদনা থাকে এই ম্যাচ ঘিরে। এফসি গোয়ার কোচ থাকার সময় ডুরান্ড ফাইনালেও দর্শকভর্তি যুবভারতী দেখেছি। মহমেডান স্পোর্টিংয়ের সমর্থকরা গ্যালারিতে ভিড় জমিয়ে প্রিয় দলকে উত্‍সাহ দিচ্ছিল। কলকাতার ফুটবল উন্মাদনা অন্য রকম। দূরে থাকলেও সমর্থকদের টেনশন বুঝতে পারছি। ওদের জন্য এই ম্যাচটা জিততে চাই। সমস্ত অতীত ভুলে গিয়ে নতুন শুরুর লক্ষ্যে ঝাঁপাতে চাই। ৩ পয়েন্ট পেতেই হবে। আমি আশা করব, পরের বছর দর্শকভর্তি স্টেডিয়ামে বড় ম্যাচ হবে।“

চিরপ্রতিদ্বন্দ্বীর পারফরম্যান্স আরও খারাপ। তবুও প্রথম ডার্বি যুদ্ধের আগে বিপক্ষকে সমীহ করছেন ফেরান্দো। তিনি বলেন, “ইস্টবেঙ্গলের পরিস্থিতি অনেকটাই বদলেছে। আমি ওদের শেষ দুই ম্যাচ দেখেছি এবং ওরা অনেক কমপ্যাক্ট এবং স্বাধীনভাবে নিজেদের ফুটবলটা খেলছে। ম্যাচটা একদমই সহজ হবে না। আমি ফ্রান সোতাকে চিনি। ও দক্ষ ফুটবলার। ও ভালভাবেই ফাঁক ফোকর খুঁজে নিজের জন্য জায়গা তৈরি করতে জানে।“

৪-১-৪-১ ফর্মেশনে দল সাজাতে পারেন ফেরান্দো। গোলে অমরিন্দর। রক্ষণে প্রীতম, তিরি, সন্দেশ, শুভাশিস। ব্লকারে ম্যাকহিউ। মাঝমাঠে বোমাস, লিস্টন, মনবীর, লেনি/দীপক টাঙরি। সামনে থাকতে পারেন ডেভিড উইলিয়ামস।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.