ISL 2021-22: কোভিডকে হারিয়ে দশ দিন পরে মাঠে নামলেন Roy Krishna, Sandesh Jhingan
ফের মাঠে সবুজ-মেরুন বাহিনী।
নিজস্ব প্রতিবেদন: সবকিছু ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে মাঠে নামবে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। এর মধ্যে সুখবর হল কোভিডের (Covid 19) বিরুদ্ধে জয় পেয়ে দশ দিন অনুশীলনে নামলেন রয় কৃষ্ণা (Roy Krishna)-সন্দেশ ঝিঙ্গান (Sandesh Jhingan), শুভাশিস বসুরা।
সবুজ-মেরুনের একাধিক ফুটবলার করোনায় আক্রান্ত হয়েছিলেন। সেই জন্য নিভৃতবাসে ছিল জুয়ান ফেরান্দোর দল। সাপোর্ট স্টাফদের অনেকও করোনায় সংক্রমিত হয়েছিলেন। তবে সব বাধা কাটিয়ে অবশেষে মাঠে বল পায়ে নেমে গেলেন সবুজ-মেরুন। কোভিড আক্রান্ত চার ফুটবলার সুস্থ হয়ে মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলন করেন।
তবে তিরি এখনও সুস্থ নন। তিনি নিভৃতবাসেই রয়েছেন। চোট সারাতে আলাদা অনুশীলন করেন কার্ল ম্যাকহিউ। গত দশদিন ফুটবলের সঙ্গে একেবারেই যোগাযোগ ছিল না। তাই এ দিনের অনুশীলনে ফুটবলারদের ফিটনেস বাড়াতেই বাড়তি গুরুত্ব দিয়েছেন স্প্যানিশ কোচ।
আরও পড়ুন: ISL 2021-22: FC Goa-র বিরুদ্ধে নামার আগে ‘মিনি হাসপাতাল’ Mario Rivera-র SC East Bengal
আরও পড়ুন: ISL 2021-22: একের পর এক ম্যাচ বাতিল, তবুও চলছে প্রতিযোগিতা!
এক মরশুম পর আবার সবুজ-মেরুন সংসারে ফিরে এসেছেন সন্দেশ। তাই তাঁকে সামনে রেখেই রক্ষণ মজবুত করতে চাইছেন ফেরান্দো। তবে এর আগে সন্দেশকে ম্যাচ ফিট করে তোলাই সবুজ-মেরুন শিবিরের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
এ দিকে শোনা যাচ্ছিল অভিজ্ঞ গোলকিপার সুব্রত পাল নাকি সবুজ-মেরুনে ফিরতে চলেছেন। তবে এখনও পর্যন্ত তাঁকে সই করায়নি এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। চোটের অবস্থা দেখার পরই এই বাঙালি গোলকিপারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সবুজ-মেরুন শিবির।