ISL 2020-21: প্রায় ৪০ মিনিট মাঠে ১০, এগিয়ে গিয়েও আটকে গেল SC East Bengal

গত ম্যাচে জেতার পর এ দিন আটকে গেল এসসি ইস্টবেঙ্গল।

Updated By: Jan 6, 2021, 09:58 PM IST
ISL 2020-21: প্রায় ৪০ মিনিট মাঠে ১০, এগিয়ে গিয়েও আটকে গেল SC East Bengal
ছবি সৌজন্যে- আইএসএল

নিজস্ব প্রতিবেদন: নতুন বছরের শুরুটা হয়েছিল দারুণভাবে। রবিরার তিলক ময়দানে ওড়িশা এফসিকে ৩-১ গোলে হারিয়ে আইএসএলে প্রথম জয়ের স্বাদ পায় রবি ফাউলারের (Robbie Fowler) এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। কিন্তু পরের ম্যাচেই  আটকে গেল লাল-হলুদ ব্রিগেড। ৩০ মিনিটের বেশি সময় ধরে ১০ জনে খেলে এফসি গোয়ার (FC Goa) সঙ্গে ১-১ ড্র করল এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। 

বুধবার আইসিএলে (ISL) তিলক ময়দানে এসসি ইস্টবেঙ্গলের (SC East Bengal) প্রতিপক্ষ ছিল এফসি গোয়া (FC Goa)। কিন্তু গোয়ার বিরুদ্ধে নামার আগে ধাক্কা খান লাল-হলুদ কোচ রবি ফাউলার (Robbie Fowler)। চোটের কারণে ছিটকে যান অ্যান্থনি পিলকিংটন (Anthony Pilkington)। অন্যদিকে রিজার্ভ বেঞ্চে  জায়গা হয় জ্যাক মাগোমার (Jacques Maghoma)। এফসি গোয়ার বিরুদ্ধে গোল পেতে তাই শুরু থেকেই ব্রাইট এনোবাখারেকে (Bright Enobakhare) মাঠে নামান লাল-হলুদের ব্রিটিশ কোচ। প্রথমার্ধে বেশ কয়েকটি দুরন্ত সেভ করেন এসসি ইস্টবেঙ্গলের গোলকিপার দেবজিত্ মজুমদার (Debjit Majumder)। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে।   

আরও পড়ুন- IPL 2021: ফেব্রুয়ারিতে mini-auction, দেশেই কোটিপতি লিগ আয়োজনের ভাবনাচিন্তা BCCI-এর

দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের ধাক্কা খায় এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ড্যানিয়েল ফক্স (Daniel Fox)।  ১০ জনে লড়াই চালায় ফাউলারের দল। ৭৯ মিনিটে ব্রাইট এনোবাখারের (Bright Enobakhare)  গোলে এগিয়ে যায় এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। মিনিট দুয়েক পরেই এফসি গোয়ার (FC Goa) হয়ে সমতা ফেরান মুরগাওকার (D Murgaokar)। শেষ পর্যন্ত এফসি গোয়ার (FC Goa) সঙ্গে ১-১ ড্র করল এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। 

১০ ম্যাচ খেলে এফসি গোয়ার (FC Goa) পয়েন্ট ১৫। অন্যদিকে, ৯ ম্যাচ খেলে এসসি ইস্টবেঙ্গলের (SC East Bengal) পয়েন্ট ৭ । 

আরও পড়ুন- স্থায়িত্বের লিটমাস 'টেস্টে' পাশ করে ৫০-য়ে 'পাজামা'

.