ISL 2019-20: শেষ চারে সুনীলদের মুখোমুখি ATK,গোয়ার সামনে চেন্নাই; দেখে নিন সূচি
আইএসএলের নিয়ম অনুযায়ী লিগ তালিকায় এক নম্বরে থাকা দল সেমি ফাইনালে মুখোমুখি হবে চার নম্বরের এবং অন্য সেমিফাইনালে দুই ও তিন নম্বর দল মুখোমুখি হবে।
নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার চেন্নাইন এফসি ও নর্থইস্ট ইউনাইটেড এফসি-র মধ্যে ম্যাচ ২-২ গোলে ড্র হওয়ায় চেন্নাইন এফসি ১৮ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে লিগ তালিকার চার নম্বরে শেষ করল। বেঙ্গালুরু এফসি ৩০ পয়েন্ট নিয়ে থেকে গেল তিন নম্বরে। এক ও দুইয়ে যথাক্রমে এফসি গোয়া (৩৯) ও এটিকে এফসি (৩৪) ছিলই।
আইএসএলের নিয়ম অনুযায়ী লিগ তালিকায় এক নম্বরে থাকা দল সেমি ফাইনালে মুখোমুখি হবে চার নম্বরের এবং অন্য সেমিফাইনালে দুই ও তিন নম্বর দল মুখোমুখি হবে। সেমি ফাইনাল হবে দুটি লেগে—হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে। ২৯ ফেব্রুয়ারি প্রথম সেমি ফাইনালে ঘরের মাঠে চেন্নাইন এফসি মুখোমুখি হবে গতবারের ফাইনালিস্ট এফসি গোয়ার। ফিরতি লেগের ম্যাচটি হবে গোয়ার ফতোরদা স্টেডিয়ামে, ৭ মার্চ। অন্য সেমি ফাইনালে এটিকে এফসি খেলবে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে। আগামী ১ মার্চ বেঙ্গালুরুতে হবে প্রথম লেগের ম্যাচ আর ৮ মার্চ দ্বিতীয় লেগ হবে কলকাতায়।
League-stage
Semi-finals
Time to mark your calendars, #HeroISL fans!
Read more https://t.co/whvHftOHqU#LetsFootball #TrueLove pic.twitter.com/6d7nG6OBK1
— Indian Super League (@IndSuperLeague) February 25, 2020
# আইএসএল ২০১৯-২০ সেমি ফাইনালের সূচি একনজরে
*২৯ ফেব্রুয়ারি: প্রথম সেমিফাইনাল (প্রথম লেগ)
চেন্নাইন এফসি বনাম এফসি গোয়া (জওহরলাল নেহরু স্টেডিয়াম, চেন্নাই)
*৭ মার্চ: প্রথম সেমিফাইনাল (দ্বিতীয় লেগ)
এফসি গোয়া বনাম চেন্নাইন এফসি (জওহরলাল নেহরু স্টেডিয়াম, ফতোরদা, গোয়া)
*১ মার্চ: দ্বিতীয় সেমিফাইনাল (প্রথম লেগ)
বেঙ্গালুরু এফসি বনাম এটিকে এফসি (কান্তিরাভা স্টেডিয়াম, বেঙ্গালুরু)
*৮ মার্চ: দ্বিতীয় সেমিফাইনাল (দ্বিতীয় লেগ)
এটিকে এফসি বনাম বেঙ্গালুরু এফসি (বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা)
* প্রতিটি ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে ৭:৩০ মিনিটে।
দুই লেগের সেমি ফাইনাল শেষে মোট গোলের ভিত্তিতে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে দুই দল। ফাইনাল হবে ১৪ মার্চ, শনিবার, গোয়ার ফতোরদা স্টেডিয়ামে।
আরও পড়ুন - টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়তে পারেন এই তারকা ক্রিকেটাররা!