ফিটনেস টেস্টে পাশ; নিউ জিল্যান্ড এ বুমরাহ- শামি দের সঙ্গে যোগ দিচ্ছেন ইশান্ত

বেঙ্গালুরু র এনসিএ তে ফিটনেস টেস্টে পাশ করেছেন ইশান্ত শর্মা। মাস খানেক আগে রঞ্জি ট্রফিতে বিধর্ভের বিরুদ্ধে ম্যাচে গোড়ালিতে চোট পান তিনি।  তখন নিউ জিল্যান্ড এর বিরুদ্ধে টেস্ট সিরিজে ইশান্ত কে ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছিল

Reported By: সুখেন্দু সরকার | Updated By: Feb 16, 2020, 12:32 PM IST
ফিটনেস টেস্টে পাশ; নিউ জিল্যান্ড এ বুমরাহ- শামি দের সঙ্গে যোগ দিচ্ছেন ইশান্ত
ফাইল চিত্র
নিজস্ব প্রতিবেদন: ভারত অধিনায়ক বিরাট কোহলিকে দুদণ্ড শান্তি দিলেন দিল্লির ইশান্ত শর্মা। ফিটনেস টেস্টে পাশ করে নিউ জিল্যান্ড এ টেস্ট সিরিজ শুরুর আগেই বিরাটের দলের সঙ্গে যোগ দিতে চলেছেন তিনি। বোর্ড সূত্রে খবর, ইশান্ত ওয়েলিংটন এ দলের সঙ্গে যোগ দেবেন। ২১ ফেব্রুয়ারি থেকে এখানেই শুরু ভারত নিউ জিল্যান্ড প্রথম টেস্ট।
 
বেঙ্গালুরু র এনসিএ তে ফিটনেস টেস্টে পাশ করেছেন ইশান্ত শর্মা। মাস খানেক আগে রঞ্জি ট্রফিতে বিধর্ভের বিরুদ্ধে ম্যাচে গোড়ালিতে চোট পান তিনি।  তখন নিউ জিল্যান্ড এর বিরুদ্ধে টেস্ট সিরিজে ইশান্ত কে ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। অন্তত ছয় সপ্তাহ বিশ্রামের পরামর্শ দেন চিকিৎসক তাঁকে।  বেঙ্গালুরুর এনসিএ তে রিহ্যাব এ ছিলেন ইশান্ত। তখন নিউ জিল্যান্ড সফরে টেস্ট সিরিজে এর দলে তাঁকে নির্বাচকরা রাখলেও, শর্ত ছিল ফিটনেস টেস্টে পাশ করতে হবে।
 
 
ইশান্ত দলের সঙ্গে যোগ দিলে পেস বোলিং অ্যাটাক আরও শক্তিশালী হবে বলেই মনে করা হচ্ছে। শেষ নিউ জিল্যান্ড সফরে ২০১৩-১৪ সালে দুই টেস্টে ১৫ টি উইকেট নিয়েছিলেন ইশান্ত। তিনিই ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারি। গত কয়েক বছরে টেস্টে ইশান্ত ভারতীয় পেস বোলিং এর অন্যতম বড় অস্ত্র তাতে সন্দেহের অবকাশ নেই।
.