IPL 2020: অঙ্ক কি কঠিন! কলকাতার প্লে-অফের আকাশে কালো মেঘ...
রাজস্থানের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতে অঙ্কের বিচারে শেষ চারের লড়াইয়ে টিকে থাকতে মরিয়া কলকাতা নাইট রাইডার্স।
নিজস্ব প্রতিবেদন: CSK-এর কাছে হেরে প্লে-অফের সমীকরণ নিজেরাই কঠিন করেছে কলকাতা নাইট রাইডার্স। চেন্নাইয়ের কাছে হেরে কি প্লে-অফের যাবতীয় আশা শেষ কেকেআরের? কোন অঙ্কে এখনও বেঁচে নাইটদের প্লে-অফের স্বপ্ন!
চেন্নাইয়ের কাছে হেরে নাইটদের প্লে-অফের আশা হয়তো এখনও শেষ হয়ে যায়নি! অঙ্কের বিচারে ক্ষীণ সম্ভাবনা টিমটিম করে জ্বলছে এখনও। তবে সেটাও খুবই জটিল সমীকরণ। নাইটদের প্লে-অফে যাবার সম্ভাবনা অনেকটাই নির্ভর করছে প্রীতি জিন্টার কিংস ইলেভেন পঞ্জাবের ওপর।
#MumbaiIndians qualifies for the playoffs after Match 49 of #Dream11IPL pic.twitter.com/50w5mOZA7y
— IndianPremierLeague (@IPL) October 29, 2020
কিংস ইলেভেন পাঞ্জাব যদি তাদের শেষ দুটি ম্যাচ জেতে তাহলে নাইটদের প্লে-অফের সব আশা শেষ। তবে কিংস ইলেভেন পাঞ্জাব যদি একটি ম্যাচ জেতে, আর একটি ম্যাচে হারে। অন্যদিকে কলকাতা তাদের শেষ ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে জেতে। তাহলে প্লে-অফে যাওয়ার অঙ্ক থাকছে কলকাতার সামনে। যদিও নেট রান রেট বেশ অস্বস্তিতেই রাখছে কলকাতাকে।
কেকেআরের মাথাব্যথা শুধু পঞ্জাব নয়। সঙ্গে সানরাইজার্স হায়দরাবাদও। কারণ পরপর ম্যাচ জিতে প্লে-অফের দৌড়ে তারা উঠে এসেছে। ১২ ম্যাচে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। তাই শেষ দুটো ম্যাচ যদি তারা জেতে তাহলে তাদের পয়েন্ট হবে ১৪। কলকাতা শেষ ম্যাচে জিতলে তাদেরও পয়েন্ট হবে ১৪। সেখানেও নেট রান রেটে কিন্তু হায়দরাবাদ টেক্কা দিতে পারে কলকাতাকে।
সিএসকে-র কাছে হেরে কার্যত লিগ শেষ হয়ে গিয়েছে কিং খানের দলের। চেন্নাইয়ের কাছে হেরে নিজেরাই নিজেদের কাজটা কঠিন করে ফেলেছে নাইটরা। কেকেআরের প্লে-অফের আকাশে কালো মেঘ। তবু রাজস্থানের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতে অঙ্কের বিচারে শেষ চারের লড়াইয়ে টিকে থাকতে মরিয়া কলকাতা নাইট রাইডার্স।
আরও পড়ুন - সৌরভের কথা রাখল ক্রিকেট অস্ট্রেলিয়া, অজি সফরে বিরাটদের সঙ্গী পরিবারও