Sunil Gavaskar | KKR: 'ও কিস্যু করতে পারে না' ! ডাহা ফেল নাইট তারকাকে চরম কটাক্ষ কিংবদন্তির

Sunil Gavaskar lashes out at Mandeep Singh: বরাবরই ঠোঁটকাটা সুনীল গাভাসকর। সোজা কথা সোজা ভাবে বলতে দু'বার ভাবেন না। কেকেআরের পঞ্জাবি ব্যাটার মনদীপ সিং পরপর দুই ম্যাচে ব্যর্থ হয়েছেন। এবার গাভাসকর ধুয়ে দিলেন মনদীপকে। রেয়াত করলেন না।  

Updated By: Apr 7, 2023, 01:41 PM IST
Sunil Gavaskar | KKR: 'ও কিস্যু করতে পারে না' ! ডাহা ফেল নাইট তারকাকে চরম কটাক্ষ কিংবদন্তির
ফুঁসছেন গাভাসকর

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি আইপিএল সিক্সটিনে (IPL 2023) কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders, KKR) পঞ্জাবের (Punjab Kings vs Kolkata Knight Riders) কাছে হেরেই লিগ অভিযান শুরু করেছিল। তবে নাইটরা দুরন্ত ভাবে প্রত্যাবর্তন করেছে দ্বিতীয় ম্যাচে। চার বছর পর ইডেন গার্ডেন্সে (Eden Gardens) প্রত্যাবর্তন করল কেকেআর। 'ঘর ওয়াপসি' দারুণ ভাবে স্মরণীয় করে রাখল নীতীশ রানা (Nitish Rana) অ্যান্ড কোং। কলকাতা ঘরের মাঠে মরসুমের প্রথম হোম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (KKR vs RCB) ৮১ রানে হারিয়ে জয়ের সরণিতে পা রেখেছে। তবে নাইটদের ব্যাটর মনদীপ সিং (Mandeep Singh) পরপর দুই ম্য়াচে ডাহা ফেল করেছেন। এবার মনদীপকে ধুয়ে দিলেন কিংবদন্তি সুনীল গাভাসকর (Sunil Gavaskar)।

আরও পড়ুনKKR vs RCB, IPL 2023: 'পাঠান'-এর সামনে 'লর্ড' শার্দুলের ব্যাটিং ঝড়, ১৪৩৮ পর ইডেনে নেমেই 'বিরাট' বধ করল কেকেআর

মনদীপ আইপিএলে চেনা মুখ। ৩১ বছরের জলন্ধরের ক্রিকেটার ২০১০ সালে কেকেআরে খেলেছেন। ২০১১-১৪ পর্যন্ত তিনি ছিলেন কিংস ইলেভেন পঞ্জাবে (পঞ্জাব কিংসের আগের নাম)। এরপর ২০১৫-১৮ পর্যন্ত তিনি বিরাটের ক্যাপ্টেনসিতে খেলেন আরসিবি-তে। এরপর ২০১৯-২১ পর্যন্ত ফের খেলেন নিজের রাজ্যের ফ্র্যাঞ্চাইজির হয়ে। এরপর ২০২২ সালে দিল্লি ক্যাপিটালসে কাটিয়ে এই মরসুমে তিনি খেলছেন কেকেআরের জার্সিতে। পঞ্জাবের বিরুদ্ধে ওপেন করতে নেমেছিলেন তিনি। চার বল খেলে ২ রানে ফিরে যান। অর্শদীপ সিংয়ের বলে স্যাম কারেনের হাতে তুলে দেন ক্যাচ। গতকাল ইডেনে কেকেআর রহমানুল্লাহের সঙ্গে ওপেন করতে পাঠিয়েছিল ভেঙ্কটেশ আইয়ারকে। তিনে নামেন মনদীপ। এক বলই ফেস করেন তিনি। বাঁ-হাতি ব্রিটিশ পেসার ডেভিড উইলির বল ছিটকে দেয় তাঁর উইকেট। মনদীপ আউট হওয়ার পরেই, গাভাসকর লাইভ কমেন্ট্রিতে বলেন, 'মনদীপ প্রতিবার ফ্র্যাঞ্চাইজি পেয়ে যায়। কিন্তু কোনওবারই ও কিস্যু করতে পারে না'। গাভাসকরের এই বক্তব্য রাতারাতি সোশ্যালে ভাইরাল হয়ে যায়।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.