Prithvi Shaw | PBKS vs DC: ব্যক্তিগত জীবনে ঝড়, দল থেকে বাদ, দুরন্ত প্রত্যাবর্তন পৃথ্বীর
Prithvi Shaw proves doubters wrong, hits fifty on IPL return: সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন পৃথ্বী শ। দলে ফিরে ব্যাট হাতে ধরমশালায় আগুন জ্বালালেন পৃথ্বী। বুঝিয়ে দিলেন ব্যাটিংটা তিনি ভোলেননি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ধরমশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে (Himachal Pradesh Cricket Association Stadium, Dharamsala) মুখোমুখি হয়েছে পঞ্জাব কিংস ও দিল্লি ক্য়াপিটালস (Punjab Kings vs Delhi Capitals)। পঞ্জাব-দিল্লি (PBKS vs DC) দ্বৈরথে সবার নজরে ছিলেন দিল্লির ওপেনার পৃথ্বী শ (Prithvi Shaw)। খারপা পারফরম্যান্সের জন্য তাঁকে হাফ ডজন ম্যাচ ডাগআউটে রেখেছিল দিল্লি। প্রথম ছয় ম্যাচে পৃথ্বীর ব্যাট থেকে এসেছিল মাত্র ৪৭ রান। এরপর আর পৃথ্বীকে খেলানোর ঝুঁকি নেয়নি দিল্লি। খারাপ পারফরম্যান্সে দল থেকে বাদ পড়া যেমন ছিল, তেমনই পৃথ্বীর ব্যক্তিগত জীবনেও ঝড় বয়ে গিয়েছিল। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার স্বপ্না গিলের (Sapna Gill) সঙ্গে গত ফেব্রুয়ারিতে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন পৃথ্বী। যার জন্য় তাঁকে আইনি লড়াইয়ের পথে হাঁটতে হয়েছে। সেই পৃথ্বীই বুধবার প্রত্যাবর্তন করলেন আইপিএলে। ফিরেই বুঝিয়ে দিলেন যে, তাঁর মধ্যে ক্রিকেটের আগুন একই ভাবে জ্বলছে।
এদিন টস হেরে প্রথমে ব্যাট করে দিল্লি। পৃথ্বীর সঙ্গে ওপেন করতে নেমেছিলেন ক্যাপ্টেন ডেভিড ওয়ার্নার। ১০.২ ওভার ক্রিজে থেকে দুই ব্যাটার তাণ্ডব করেছেন। প্রথম উইকেটে তাঁরা জুটি বেঁধে তুলেছেন ৯৪ রান। ৩১ বলে ঝোড়ো ৪৬ রানের ইনিংস খেলে ওয়ার্নার ফিরে যান। পৃথ্বীর বিগত ছয় ম্যাচে যা রান করেছিলেন, তার চেয়ে সাত রান বেশি করলেন এক ম্যাচে। এদিন তরুণ ক্রিকেটারের হাত থেকে এল ৩৮ বলে ৫৪ রানের ইনিংস। পৃথ্বী সাতটি চার ও একটি ছয় মারেন। এক ঘণ্টা ১৪ মিনিট ক্রিজে থেকে ঝড় তুলেছেন তিনি। কোথাও ব্যাট হাতেই সাম্প্রতিক সব ঝড়কে তিনি ফেলে দিলেন মাঠের বাইরে। দিল্লি এদিন ১৪৮ রানে দুই উইকেট হারায়। এরপর বাকিটা বুঝে নেনে রাইলি রোসু ও ফিল সল্ট। রোসু ৩৭ বলে ৮২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। সল্টের ব্যাট থেকে আসে ১৪ বলে ২৬ রানের ক্যামিও ইনিংস। দু'জনেই অপরাজিত ছিলেন ক্রিজে। দিল্লি এদিন দুই উইকেট হারিয়ে ২১৩ রান তুলেছে। ১০ দলের খেতাবি লড়াই আইপিএলে। সবার নীচে দিল্লি ক্যাপিটালস। হওয়াটাই স্বাভাবিক। ডজন ম্যাচে ওয়ার্নার অ্যান্ড কোং মাত্র চারটি ম্যাচ জিতেছে। হেরেছে আট ম্যাচ। লিগ পর্যায়ে চলতি ম্যাচ ও পরের ম্যাচ জিতলে দিল্লির পয়েন্ট হবে ১২। তবুও দিল্লির পক্ষে আর প্লে-অফে যাওয়া সম্ভব নয়।