IPL 2023: অনবদ্য সূর্যকুমার! পঞ্জাবকে হারিয়ে মধুর প্রতিশোধ মুম্বইয়ের

এদিন টসে জিতে পঞ্জাবকে প্রথমে ব্যাট করতে পাঠান মুম্বই অধিনায়ক রোহিত শর্মা।

Updated By: May 3, 2023, 11:38 PM IST
IPL 2023: অনবদ্য সূর্যকুমার! পঞ্জাবকে হারিয়ে মধুর প্রতিশোধ মুম্বইয়ের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: চলতি আইপিএলে ফের স্বমহিমায় মুম্বই ইন্ডিয়ান্স। পঞ্জাবের বিরুদ্ধে হারের এবার প্রতিশোধ নিল রোহিত শর্মা ছেলেরা। জয় এল ৬ উইকেটে।

এদিন টসে জিতে পঞ্জাবকে প্রথমে ব্যাট করতে পাঠান মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু দ্বিতীয় ওভারেই প্যাভিলিয়নে ফেরেন ফর্মে থাকা প্রভসিমরন সিং। এরপর ইনিংসের হাল ধরেন লিয়াম লিভিংস্টোন। মাত্র ৪২ বলে ৮২ রান করেন তিনি। ২৭ বলে ৪২ রান করেন জিতেশ শর্মাও। তাঁদের দাপটেই ২১৪ রান তোলে পাঞ্জাব।

 

জবাব ব্যাট করতে নেমে বিপাকে পড়ে মুম্বই-ও। প্রথম ওভারে তৃতীয় বলেই আউট রোহিত। পাওয়ার প্লের শেষে প্যাভিলিয়নে ফেরেন ক্যামেরন গ্রিনও। মুম্বইয়ে কার্যত একাই জিতিয়ে দেন সূর্যকুমার। তাঁকে যোগ্য সঙ্গত করেন শান কিশান।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.