IPL 2023: আইপিএলে মুম্বইয়ের বিজয়রথ থামিয়ে দিল লখনউ!
ডেনে শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারাতে পারলেই প্লে-অফ পাকা হয়ে যাবে লখনউয়ের।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইপিএল মুম্বইয়ে বিজয়রথ থামিয়ে দিল লখনউ। বলা ভালো, কার্যত হারা ম্যাচে জয় ছিনিয়ে আনলেন গৌতম গম্ভীরা। এখন ইডেনে শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারাতে পারলেই প্লে-অফ পাকা হয়ে যাবে লখনউয়ের।
এদিন টসে জিতে লখনউকে ব্যাট করতে পাঠান মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু শুরু ভালো হয়নি তাদের। দুই ই ওপেনারই ব্যর্থ। ততক্ষণে ৩ উইকেট পড়ে দিয়েছে। স্টোইনিসের সঙ্গে জুটি বেঁধে ইনিংসের হাল ধরেন ক্রুণাল পাণ্ড্য। অর্ধশতরান করেন স্টোইনিস। শেষপর্যন্ত ২০ ওভারে ১১৭ রান তোলেল লখনউ।
টি-টোয়েন্টিতে ১৭৭ খুব বড় রান নয়। বস্তুত, লখনউয়ের মন্তর উইকেটে রীতিমতো আক্রমণাত্মক মেজাজেই শুরু করেছিল মুম্বই। বাড়তি সুবিধা করে দিয়েছিল লখনউয়ের ফিল্ডিং। ক্যাচ ধরতে গিয়ে বাউন্ডারিতে পা লেগে ছক্কা দিলেন রবি বিষ্ণোই। ফিল্ডারদের ভুল বোঝাবুঝিতে বল গেল বাউন্ডারির বাইরে। কিন্তু ঈশান আউট হওয়ার পরে রানের গতি কিছুটা কমে যায় মুম্বইয়ের।
Match 63. Lucknow Super Giants Won by 5 Run(s) https://t.co/yxOTeCROIh #TATAIPL #LSGvMI #IPL2023
— IndianPremierLeague (@IPL) May 16, 2023
শেষ সাত ওভারে জয়ের জন্য দরকার ছিল ৭১ রান। মুম্বইকে বড় ধাক্কা দেন লখনউয়ের ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামা যশ ঠাকুর। আগের ম্যাচে শতরান করা সূর্যকে ৭ রানের মাথায় বোল্ড করেন তিনি। মুম্বইকে জেতানোর দায়িত্ব গিয়ে পড়ে বিষ্ণু বিনোদ ও টিম ডেভিডের উপর।