WTC Final 2023, Ravichandran Ashwin: মেগা ফাইনালের আগে ফের চাপে রোহিতের টিম ইন্ডিয়া! কিন্তু কেন?

গত বছর থেকেই রাজস্থানে খেলছেন অশ্বিন। এবারের ক্রোড়পতি লিগে তিনি ফিট ছিলেন। তবে লিগ পর্বের শেষ ম্য়াচের আগে চোট পেলেন অশ্বিন। যদিও তারকা স্পিনারের চোটের অবস্থা কেমন, সেটা জানা যায়নি। 

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: May 20, 2023, 12:11 PM IST
WTC Final 2023, Ravichandran Ashwin: মেগা ফাইনালের আগে ফের চাপে রোহিতের টিম ইন্ডিয়া! কিন্তু কেন?
তারকা ক্রিকেটারের চোট নিয়ে চাপে অধিনায়ক রোহিত শর্মা। ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্ব টেস্ট ফাইনালের (ICC World Test Championship Final 2023) আগে ভারতীয় দলের চাপ বাড়ছে। এবার চোটের তালিকায় নাম লেখালেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। স্বভাবতই তারকা স্পিনার চোটের কবলে পড়ার জন্য বেশ চিন্তায় টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। এবারের আইপিএল (IPL 2023) শেষ হলেই ইংল্যান্ডে (England) উড়ে যাবেন বিরাট কোহলি (Virat Kohli)-মহম্মদ শামিরা (Mohammed Shami)। আগামী ৭ জুন থেকে ওভালের (The Oval)বাইশ গজে শুরু হবে বিশ্ব টেস্ট ফাইনাল (WTC Final 2023)। এমন মেগা ফাইনালের বল মাটিতে পড়ার আগেই ক্রিকেট পণ্ডিতরা অস্ট্রেলিয়াকে (Australia) এগিয়ে রাখছে। এমন প্রেক্ষাপটে যদি অশ্বিন চোটের জন্য ছিটকে যান, তাহলে সেটা হেড কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) কাছে বড় ধাক্কা হবে।   

এমনিতেই চোট-আঘাতে জর্জরিত ভারতীয় দল। পিঠের চোটের জন্য অনেক আগেই মাঠের বাইরে চলে গিয়েছেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। গাড়ি দুর্ঘটনায় আহত মাঠের বাইরে চলে গিয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। চোটের জন্য আগামী কয়েক মাস মাঠে নামতে পারবেন না শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), কে এল রাহুল (KL Rahul)। এরমধ্যে এই তালিকায় অশ্বিনের নাম জুড়ে গেলে ভারতীয় দলের চাপ যে আরও বাড়বে সেটা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। 

আরও পড়ুন: WTC Final 2023, IND vs AUS: ফাইনালের আগে কামিন্সদের এগিয়ে রাখলেও কোন ভারতীয় তারকার নাম নিয়ে হুঁশিয়ারি দিলেন পন্টিং? জানতে পড়ুন

আরও পড়ুন: Virat Kohli, Olympics: অলিম্পিক্সে ক্রিকেটকে যোগ করতে কোহলির 'বিরাট' জনপ্রিয়তাই অস্ত্র আইসিসি-র

শুক্রবার অর্থাৎ ২০ মে পঞ্জাব কিংসের বিরুদ্ধে মাঠে নেমেছিল রাজস্থান রয়্যালস। সেই ম্যাচ খেলতে পারেননি অশ্বিন। শিখর ধাওয়ানদের বিরুদ্ধে ম্যাচ শুরু হওয়ার আগে টসের সময় উঠেছিল অশ্বিনের প্রসঙ্গ। তখন সঞ্জু স্যামসন বলেন, "রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচ চলার সময় একেবারে শেষ দিকে পিঠে চোট পেয়েছিল অশ্বিন। আর তাই আমরা ঝুঁকি নিলাম না। ওকে বিশ্রাম দিলাম।" 

গত বছর থেকেই রাজস্থানে খেলছেন অশ্বিন। এবারের ক্রোড়পতি লিগে তিনি ফিট ছিলেন। তবে লিগ পর্বের শেষ ম্য়াচের আগে চোট পেলেন অশ্বিন। যদিও তারকা স্পিনারের চোটের অবস্থা কেমন, সেটা জানা যায়নি। কিংবা অশ্বিন ফের কবে ম্যাচ খেলতে নামবেন সেটা নিয়েও রাজস্থান টিম ম্যানেজমেন্টের তরফ থেকে কোনও বার্তা দেওয়া হয়নি। যেহেতু এটাই ছিল রাজস্থানের শেষ ম্যাচ এবং তাদের প্লে অফে যাওয়ার সম্ভবনা প্রায় নেই, তাই এবার অশ্বিনকে বোর্ডের চিকিৎসকরা দেখবেন। প্রয়োজনে তাঁকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পাঠানো হতে পারে।

অতীতে ৩৬ বছর বয়সি অশ্বিন গত কয়েক বছর ধরেই পিঠে চোট ভুগছেন। এর আগে ২০২১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্টে তিনি চোট পেয়েছিলেন পিঠে। সেইজন্য ব্রিসবেন টেস্টে তিনি খেলতে পারেননি। এরপর থেকেই পিঠের সমস্যায় ভুগছেন টিম ইন্ডিয়ার তারকা স্পিনার। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.