Nitish Rana, IPL 2023: ব্যাপক চাপে কেকেআর! শ্রেয়স, লকি ফার্গুসনের পর এবার চোটের কবলে নীতীশ রানা
পিঠের চোটে কাবু শ্রেয়স। শোনা যাচ্ছে তাঁর অস্ত্রোপচার করাতে হবে। সেটা হলে অন্তত পাঁচ মাস মাঠের বাইরে চলে যাবেন নাইট অধিনায়ক। আবার শোনা যাচ্ছে বিশ্বকাপের কথা মাথায় রেখে অস্ত্রোপচারের পরিবর্তে বিশ্রাম নিতে পারেন তিনি। সেটা হলেও শ্রেয়সের আইপিএল-এ খেলার সম্ভাবনা কার্যত শেষ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইপিএল-এর (IPL 2023) আগে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) চাপ বাড়ল। শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), লকি ফার্গুসনের (Lockie Ferguson) পর এবার চোটের তালিকায় নাম লেখালেন নীতীশ রানা (Nitish Rana)। সূত্র মারফত জানা গিয়েছে যে, বৃহস্পতিবার অর্থাৎ ২৩ মার্চ ইডেন গার্ডেন্সে (Eden Gardens) অনুশীলন চলার চোট পেয়েছিলেন নাইটদের তারকা মিডল অর্ডার।
পিঠের চোটে কাবু শ্রেয়স। শোনা যাচ্ছে তাঁর অস্ত্রোপচার করাতে হবে। সেটা হলে অন্তত পাঁচ মাস মাঠের বাইরে চলে যাবেন নাইট অধিনায়ক। আবার শোনা যাচ্ছে বিশ্বকাপের কথা মাথায় রেখে অস্ত্রোপচারের পরিবর্তে বিশ্রাম নিতে পারেন তিনি। সেটা হলেও শ্রেয়সের আইপিএল-এ খেলার সম্ভাবনা কার্যত শেষ। অন্যদিকে, প্রথমদিকের কয়েকটি ম্যাচে সাকিব আল হাসান ও লিটন দাসকে পাবে না কেকেআর। ফলে সব মিলিয়ে আইপিএল অভিযান শুরুর আগেই বেশ ব্যাকফুটে নাইটরা।
আরও পড়ুন: KKR, IPL 2023: আরও বিপাকে কেকেআর! শ্রেয়সের পর এবার চোটের কবলে আরও তারকা পেসার, কে তিনি?
আরও পড়ুন: IPL 2023: ছবিতে দেখে নিন ২০০৮-২০২২ পর্যন্ত চ্যাম্পিয়নের তালিকা
সেদিন দু’টি আলাদা নেটে ব্যাট করছিলেন নীতীশ। একটি বল এসে তাঁর বাঁ পায়ের গোড়ালিতে লাগে। সঙ্গে সঙ্গে আঙুল চেপে মাটিতে বসে পড়েন নীতীশ। মাঠে থাকা সাপোর্ট স্টাফ, ফিজিয়োরা ছুটে আসেন।
শোনা যাচ্ছে প্রায় পাঁচ মিনিট মাটিতে শুয়ে ছিলেন। এরপর খোঁড়াতে খোঁড়াতে মাঠের এক ধারে চলে যান। অনুশীলন করেননি। কিন্তু দলের অনুশীলন শেষ না হওয়া পর্যন্ত সতীর্থদের সঙ্গে মাঠে ছিলেন। সাজঘরে ফিরে আরও শুশ্রূষা হয় নীতীশের। যদিও নাইট টিম ম্যানেজমেন্ট থেকে তাঁর চোট নিয়ে কোনও আপডেট দেওয়া হয়নি। শনিবার সিএবি একাদশের বিরুদ্ধে কেকেআরের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে।